Posts

Showing posts from May 6, 2018

কীভাবে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন -

“আমি এখন তাঁর ধার্মিকতায় দণ্ডায়মান” আমার প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে কীভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে সেই অভিজ্ঞতার কথা আজ আপনাদের কাছে প্রকাশ করতে খুবই অনুপ্রাণিত হচ্ছি।  “তুমি তোমার বাবাকে জান, তুমি কি ঈশ্বরকে জান?” প্রশ্নটি আমাকে করা হয়েছিল যখন আমি ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চ, সেভিল, নিউ ইয়র্ক, চার্চের রবিবারের উপাসনা শেষে একটি কারে নিউ ইয়র্ক সিটিতে ফিরছি সন্ধ্যায় আবারো একটি বাইবেল শিক্ষা ক্লাসে যোগ দিতে। প্রশ্নটি করেছিলেন সেই মণ্ডলীর একজন সদস্য ব্রাদার রেন্ডি ইনসেস্টার। যিনি আমাকে তার গাড়িতে করে সেখানে পৌঁছে দিয়ে সেখানেই আমাদের অনেককে বাইবেল শিক্ষা দিতেন। সময়টি ছিল ১৯৯৫ সালের ফেব্রুয়ারি। গাড়ি চলতে চলতে অনেক কথার মাঝে হঠাৎ তিনি ঐ প্রশ্নটি আমাকে করলেন। আমি এ ধরনের প্রশ্নের উত্তর কখনো কাউকে দেইনি কারণ এভাবে কেউ আমাকে জানতে চয়নি কোনোদিন। প্রশ্নটি আমার কাছে ছিল অত্যন্ত নতুন আর তখন ঐ মুহূর্তে ছিল বেখাপ্পা/বেমানান। গাড়ীতে থাকায় অনেক সুন্দর সুন্দর আলোচনার মাঝে এই প্রশ্নটি আমাকে বিপত্তিকর অবস্থায় ফেলল। আমি হতভম্ব ছিলাম। আমি সে মুহূর্তে চাচ্ছিলাম তিনি প্রসঙ্গটি ঘুরিয়ে নিক, কিন্...