Posts

Showing posts from 2017

নতুন বছরটি আমাদের সকলের জন্য আশির্বাদের হোক, নিয়ে আসুক সুখ ও শান্তি ।

Image
নতুন বছরটি আমাদের সকলের জন্য আশির্বাদের হোক, নিয়ে আসুক সুখ ও শান্তি। এক এক করে এযাবৎ বহু বছর পার করেছি, তেমনি গত বছরও ছিল। এসব বছরগুলোতে ছিল অনেক আনন্দ, অনেক অভিজ্ঞতা,  ছিল প্রেরণা ও উদ্দিপনা। এমনকি আমাদের অনেকের প্রিয়জন, বন্ধুবান্ধব মারা গিয়েছেন। আবার অনেক পরিবারে নতুন শিশুর জন্মও হয়েছে। অবশ্যই বলতে হয় - ঈশ্বরের অনেক আশির্বাদ ছিল গত বছরটিতে। নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।  আমাদের চারপাশে অনেকেই আছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, যীশু খ্রীষ্টকে পছন্দ করেন না, পবিত্র বাইবেলকে ভালো চোখে দেখেন না; তবুও আমরা দৃঢ়ভাবে আশা করছি এবং বিশ্বাস করছি যে এখনো কিন্তু ঈশ্বরভীত লোকেরা আছেন। আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা ঈশ্বর-প্রেমিক ও ঈশ্বরভক্ত। আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে যারা তাদের পরিবারকে, মণ্ডলীকে কখনো জড়-জাগতিক অনুযায়ী চলতে দেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খ্রীষ্টি বিশ্বাসীরা এমন-ই এক স্টাইলে জীবনযাপন করেন যাতে তারা সঠিকভাবে খ্রীষ্টের সাক্ষ্য দিতে সেই যোগ্যতা রাখেন। সাধু পৌল কারাগারে থাকতে ফিলিপীয় মণ্ডলীকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠিয়েছিলেন। কারণ মণ্ডলীতে কিছু কিছু ভ্রান্

বড়দিনের তাৎপর্য। লেখক : আমোষ দেউড়ী

Image
ভূমিকাঃ বড়দিন বা ক্রিসমাস হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে প্রেরণ করেছিলেন। ঈশ্বর মানুষের পরিত্রানের জন্যে স্থানটি তৈরী করেছিলেন যেন তাঁর জন্মস্থান বৈৎলেহম থেকে কালভেরীর রক্তঝরা পথ অতিক্রম পাপী মানুষের মুক্তির পথ উম্মোচন করেন। বড়দিন এমন একটি সেই ঘটনা যার মধ্য দিয়ে বাইবেলের এই সত্য প্রমাণ হয় , ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশী জ্ঞানপূর্ন , আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশী শক্তিপূর্ণ ,’’ ( ১ করিঃ ১ : ১৫ পদ ) । বড়দিনের সেই ঘটনা যে ঘটনা সমস্ত ঘটনার চেয়ে উত্তম ঘটনা যা সর্বশক্তিমান ঈশ্বর তাঁর ইচ্ছা করে সম্পন্ন করেছেন যা মানুষের চিন্তার , যুক্তির , জ্ঞান ও বুদ্ধির অতীত। এই রচনায় ক্ষুদ্র পরিষরে বড়দিনের তাৎপর্য আলোচনা করা হবে। খ্রীষ্টের জন্মের পটভূমিকা : পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় ‘‘ কিন্তু সময় পূর্ণ হলে পর ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রী