Posts

Showing posts from June 30, 2019

শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? না কি সে পাপ করতে আমাদের প্রলোভনে ফেলে।

Image
শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? শয়তান ছাড়া কি পাপ করা যেতে পারে? শয়তানের প্রভাব ছাড়া কি আমরা কোনো পাপ করতে পারি? লুসিফর যখন পাপ করে, যে কিনা জগতে প্রথম পাপ করে, তখন শয়তানটা কোথায় ছিল? পাপ করার প্রবণতায় এই লুসিফর কি ঈশ্বরের দ্বারা সৃষ্ট? কক্ষনই নয়!! পতনের আগে, লুসিফর চালচলনে নির্দোষ ছিল, রক্ষাকরী করূব হিসাবে তাকে অভিষেক করা হয়েছিল, সে ছিল পবিত্র আর পাপবিহীন। বাইবেলে, যিহিষ্কেল ২৮:১৩-১৫ পদে উল্লেখ আছে . .  “তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণ্মণি ও মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এই সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে; শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল।” কিন্তু একটা দিন এলো যেদিন দর্প, অহংকারের জন্ম হলো, পাপ তার অন্তরে গজিয়ে উঠলো। ১৭ পদে লেখা আছে - “ত...

কোন্ দিন পালনীয় শনিবার না রবিবার?

Image
লেখক : পাস্টর, সি ডি বলডুইন ভূমিকা সপ্তম দিনকে যারা বিশ্রামবার বলে পালন করেন (Seventh Day Adventist) বছর কয়েক আগে আমি নিজেও সেই সম্প্রদায়ভূক্ত ছিলাম। তাই সেই ধর্মমতের অনুগামীদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তারাও খ্রীষ্টকে নিজেদের জীবনে গ্রহণ করতঃ, বিধানের বোঝা হতে উদ্ধারিত হয়ে খ্রীষ্টেতেই সম্পূর্ণ স্বাধীনতার আনন্দ উপভোগ করুক - এই আমি চাই। সেই উদ্দেশ্য নিয়েই আমি এই বইখানি রচনা করেছি। এই খ্রীষ্টিয় ধর্ম সম্প্রদায় সম্বন্ধে কিছুটা সংক্ষিপ্ত ঐতিহাসিক বিবরণ দেওয়া দরকার বলে আমি মনে করি। ১৭৮২ খ্রীষ্টব্দে আমেরিকায় উইলিয়ম মিলার নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। ১৮৪০ সালে তিনি খ্রীষ্টধর্ম প্রচার করতে শুরু করেন। ফলে কিছুলোক তাঁর শিক্ষা গ্রহণ করে একটি দল গঠন করে। তখন তারা নিজেদের নামকরণ করেছিল Adventist বা আগমনকারী। প্রভু যীশু খ্রীষ্টের পুনরায় এ জগতে আর্বিভাব (Advent) ঘটবে - এই বিশ্বাসকেই তারা নিজেদের সম্প্রদায়ের নামকরণের মধ্য দিয়ে ঘোষণা করল। এই দলেরই অন্তর্ভুক্ত ছিলেন জেমস হোয়াইট নামে এক ব্যক্তি। সম্প্রদায়ের গোড়া পত্তনের তিন বছর পরে জেমস হোয়াইট এর পত্নী একটি স্বপ্ন দেখেন। এই ...

ইম্মানুয়েল (আমাদের সহিত ঈশ্বর)। শাস্ত্র প্রমাণ করে যে খ্রীষ্ট-ই ঈশ্বর প্রভু এবং মুক্তিদাতা। (Scriptural Proof that Jesus Christ is God)

Image
যীশু খ্রীষ্ট-ই একমাত্র যিনি সনাতন অর্থাৎ নিত্য, চিরবর্তমান এবং শাশ্বত। তিনিই আমাদের সহিত ঈশ্বর!! পবিত্র বাইবেল অনুযায়ী প্রমাণ হয় যে যীশু খ্রীষ্ট-ই ঈশ্বর। আমাদের সমাজ আজ শাস্ত্রের প্রকাশিত বাক্যের শেষ-কালীয় ঘটনাগুলোর খুব কাছেই। শয়তান আর তার অশুভ দুষ্ট ক্ষমতার শক্তি দিয়ে মানবতাকে প্রতারিত করতে সবকিছুই করছে আর মানুষদের সেই “জন্তু”-রূপে জানা সেই “মহাপ্রবঞ্চক” এর ভক্তিশ্রদ্ধা, পুজা-আরাধনা, প্রণিপাত ও ভজনা করিয়ে চলছে (প্রকাশিত বাক্য ১৩:১-১৮ পদ)। শয়তানের সব সময়ই ঈশ্বররূপে ভক্তিশ্রদ্ধা, প্রণিপাত, আরাধনা ও ভজনা পাওয়ার ইচ্ছা তার ছিল (যিশাইয় ১৪:১২ পদ; লূক ৪:৭ পদ), আর সামনে আসা মহা-ক্লেশের (Tribulation) সময় সে ঈশ্বরের মতো উপাস্য, আরাধ্য ও পূজারী হবে (২থিষলনীকীয় ২:৩-৪ পদ)। শয়তান বুঝতে পেরেছে যে মানুষের হৃদয়, মন ও অন্তর থেকে অবশ্যই তাকে প্রথমে সত্য ঈশ্বরকে সিংহাসনচ্যুত করতে হচ্ছে। আর তাই তাকে অবশ্যই যীশু খ্রীষ্টের ঈশ্বরত্বকে আক্রমন করতে হচ্ছে। আজ দেখা যায় বিভিন্ন দল, নতুন নতুন ভ্রান্ত দলের নতুন নতুন দর্শন, মত ও রীতিনীতি, নিত্য নতুন চিন্তার সমস্ত খ্রীষ্টবর্হির্ভূত ব্যক্তি আর দল যারা মণ্ডলীর...