শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? না কি সে পাপ করতে আমাদের প্রলোভনে ফেলে।
শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? শয়তান ছাড়া কি পাপ করা যেতে পারে? শয়তানের প্রভাব ছাড়া কি আমরা কোনো পাপ করতে পারি? লুসিফর যখন পাপ করে, যে কিনা জগতে প্রথম পাপ করে, তখন শয়তানটা কোথায় ছিল? পাপ করার প্রবণতায় এই লুসিফর কি ঈশ্বরের দ্বারা সৃষ্ট? কক্ষনই নয়!! পতনের আগে, লুসিফর চালচলনে নির্দোষ ছিল, রক্ষাকরী করূব হিসাবে তাকে অভিষেক করা হয়েছিল, সে ছিল পবিত্র আর পাপবিহীন। বাইবেলে, যিহিষ্কেল ২৮:১৩-১৫ পদে উল্লেখ আছে . . “তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণ্মণি ও মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এই সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে; শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল।” কিন্তু একটা দিন এলো যেদিন দর্প, অহংকারের জন্ম হলো, পাপ তার অন্তরে গজিয়ে উঠলো। ১৭ পদে লেখা আছে - “ত...