Posts

Showing posts from December 6, 2020

যীশুর বার্থ সার্টিফিকেট

Image
বার্থ সার্টিফিকেট আমাদের জন্য যে কতো গুরুত্বপূর্ণ তা আমরা নিজেরা সাবই জানি।  এ সার্টিফিকেট নিজের হাসপাতাল থেকে এবং প্রতিটি এলাকার মিউনিসিটিপাল অফিস থেকে দেওয়া হয়। এ সার্টিফিকেটে আপনি ছেলে বা মেয়ে কি না তা উল্লেখ করা থাকে, থাকে জন্ম তারিখ, জন্মস্থানের কথা উল্লেখ থাকে, পিতা মাতার কথা থাকে, ডাক্তারের কথাও থাকে, হাসপাতালের কথাও থাকতে পারে। এসব তত্ত্ব আপনার জন্মের পর লিখিতভাবে সংরক্ষণে রাখা হয়। অনেক সময় ‘আমি কে’ আমাকে সেই পরিচয় দিতে হয়েছে। যেমন ‘জাতীয় পরিচয় পত্র’ সংগ্রহের সময়, ড্রাইভিং লাইসেন্স এ, পাসর্পোট এ, নাগরিকত্ব প্রমাণে, অনেক কিছুতে প্রয়োজন হয়।  বার্থ সার্টিফিকেট অনেক যত্ম করে নিরাপদ স্থানে রেখে দিতে হয় যেন সময়মতো প্রয়োজনে পাওয়া যায়। সরকারের দায়িত্ব থাকে আপনাকে এই সাটিফিকেট দেওয়ার।  আচ্ছা কেমন হয় যদি আপনার জন্মের আগেই আপনার সমস্ত তত্ত্বসহ বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়? জন্মের আগেই আপনার পরিচয় দেওয়টা কেমন হয়? চিন্তার বিষয়। পবিত্র বাইবেলের নতুন এবং পুরাতন নিয়মে বিভিন্নভাবে আমরা পরিবারের কথা পাই, সমাজ এবং সম্প্রদায়ের কথা পাই। যিহূদী জাতির কাছে একজনের বংশ পরিচয় খুবই গুরুত্...

প্রভু যীশু খ্রীষ্টের এ জগতে আগমনের ১৫টি উদ্দেশ্য

Image
  প্রভু যীশু খ্রীষ্টের এ জগতে আগমনের ১৫টি উদ্দেশ্য. .  কেন ঈশ্বরপুত্র প্রভু যীশু খ্রীষ্ট স্বর্গের সেই আনন্দধাম ছেড়ে .  . . এই পাপ-পঙ্কিলতায় পরিপূর্ণ এই পৃথিবীতে এসেছিলেন . .  . . তা অনেকের কাছেই বোধগম্য নয়, . .  . .                           . .  অনেকেই যীশুর আগমনের গুরুত্ব বুঝতে পারেন না। কী এমন কারণ . .           . . যীশু খ্রীষ্টকে এই নোংরা পৃথিবীতে আসতে হয়েছিল?  যীশুর জন্য কি সেই স্বর্গপুরী, . .  . . সেই মনোহর স্থান যা আমাদের কল্পনার চেয়েও সুন্দর, .   . . সেই স্থানে থাকাটাই কি উপযুক্ত ছিল না? ভেবে দেখুন, . .            . . ঐ রকম একটা মধুর স্থান ছেড়ে কেউ কি . .  . . এভাবে এমনতর জগতে আসতে চাইবে? . .  . . আমার তা মনে হয় না।  কিন্তু প্রভু যীশু খ্রীষ্ট এসেছিলেন।  কেন যীশু স্বর্গের মতো একটা সুখকর স্থান ছেড়ে, . .  . . তাঁর পিতার সেই কোল ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন?...

যীশু নাম সর্বকালে ও সর্বস্থানের আজ আমার ও আপনার একটি মহা-মূল্যবান জয়ধ্বনি। যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ !!

Image
যীশু নাম সর্বকালে ও সর্বস্থানের আজ আমার আপনার এক মহা-মূল্যবান জয়ধ্বনি।  যে যীশু নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ!!  “এই কারণ ঈশ্বর তাঁহাকে (যীশুকে) অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ; যেন যীশুর নামে স্বর্গ মর্ত্য পাতালনিবাসীদের “সমুদয় জানু পাতিত হয়” ফিলিপীয় ২:৯ পদ।  আমরা জানি না যে যীশু খ্রীষ্ট কবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আর জানা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যিঁনি জন্মেছিলেন। মথি, যীশু খ্রীষ্টের জন্ম ও তাঁর জীবনের প্রথমে উল্লেখ্য দশটি খেতাব বা নাম প্রকাশ করেছেন। প্রভুর গৌরব ও প্রশংসার জন্য এসব খেতাব ও তার বৈশিষ্ট্য জানা প্রয়োজন, যার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিলাম।  খ্রীষ্ট - মুক্তিদাতার জন্মের বর্ণনায়, যীশুর শিষ্য মথি তাঁকে যীশু খ্রীষ্ট বলে উল্লেখ করেছেন (মথি ১:১৮ পদ)। হিব্রু ভাষায় যেমন তাঁকে ‘মশীহ’ তদ্রুপ  গ্রিক ভাষায় ‘খ্রীষ্ট’ (যোহন ৪:২৫ পদ) বলা হয়েছে।  এর অর্থ “একজন অভিষিক্ত” আর পুরাতন নিয়মের প্রথায় বিশেষভাবে তেমনি ‘অভিষিক্ত ভাববাদী’, ‘অভিষিক্ত মহাযাজক’ (যাত্রাপুস্তক ২৯:৭ পদ,...