যীশুর বার্থ সার্টিফিকেট
বার্থ সার্টিফিকেট আমাদের জন্য যে কতো গুরুত্বপূর্ণ তা আমরা নিজেরা সাবই জানি। এ সার্টিফিকেট নিজের হাসপাতাল থেকে এবং প্রতিটি এলাকার মিউনিসিটিপাল অফিস থেকে দেওয়া হয়। এ সার্টিফিকেটে আপনি ছেলে বা মেয়ে কি না তা উল্লেখ করা থাকে, থাকে জন্ম তারিখ, জন্মস্থানের কথা উল্লেখ থাকে, পিতা মাতার কথা থাকে, ডাক্তারের কথাও থাকে, হাসপাতালের কথাও থাকতে পারে। এসব তত্ত্ব আপনার জন্মের পর লিখিতভাবে সংরক্ষণে রাখা হয়। অনেক সময় ‘আমি কে’ আমাকে সেই পরিচয় দিতে হয়েছে। যেমন ‘জাতীয় পরিচয় পত্র’ সংগ্রহের সময়, ড্রাইভিং লাইসেন্স এ, পাসর্পোট এ, নাগরিকত্ব প্রমাণে, অনেক কিছুতে প্রয়োজন হয়। বার্থ সার্টিফিকেট অনেক যত্ম করে নিরাপদ স্থানে রেখে দিতে হয় যেন সময়মতো প্রয়োজনে পাওয়া যায়। সরকারের দায়িত্ব থাকে আপনাকে এই সাটিফিকেট দেওয়ার। আচ্ছা কেমন হয় যদি আপনার জন্মের আগেই আপনার সমস্ত তত্ত্বসহ বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়? জন্মের আগেই আপনার পরিচয় দেওয়টা কেমন হয়? চিন্তার বিষয়। পবিত্র বাইবেলের নতুন এবং পুরাতন নিয়মে বিভিন্নভাবে আমরা পরিবারের কথা পাই, সমাজ এবং সম্প্রদায়ের কথা পাই। যিহূদী জাতির কাছে একজনের বংশ পরিচয় খুবই গুরুত্...