যীশুর বার্থ সার্টিফিকেট
এ সার্টিফিকেট নিজের হাসপাতাল থেকে এবং প্রতিটি এলাকার মিউনিসিটিপাল অফিস থেকে দেওয়া হয়।
এ সার্টিফিকেটে আপনি ছেলে বা মেয়ে কি না তা উল্লেখ করা থাকে, থাকে জন্ম তারিখ, জন্মস্থানের কথা উল্লেখ থাকে, পিতা মাতার কথা থাকে, ডাক্তারের কথাও থাকে, হাসপাতালের কথাও থাকতে পারে।
এসব তত্ত্ব আপনার জন্মের পর লিখিতভাবে সংরক্ষণে রাখা হয়।
অনেক সময় ‘আমি কে’ আমাকে সেই পরিচয় দিতে হয়েছে।
যেমন ‘জাতীয় পরিচয় পত্র’ সংগ্রহের সময়, ড্রাইভিং লাইসেন্স এ, পাসর্পোট এ, নাগরিকত্ব প্রমাণে, অনেক কিছুতে প্রয়োজন হয়।
বার্থ সার্টিফিকেট অনেক যত্ম করে নিরাপদ স্থানে রেখে দিতে হয় যেন সময়মতো প্রয়োজনে পাওয়া যায়।
সরকারের দায়িত্ব থাকে আপনাকে এই সাটিফিকেট দেওয়ার।
আচ্ছা কেমন হয় যদি আপনার জন্মের আগেই আপনার সমস্ত তত্ত্বসহ বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়?
জন্মের আগেই আপনার পরিচয় দেওয়টা কেমন হয়? চিন্তার বিষয়।
পবিত্র বাইবেলের নতুন এবং পুরাতন নিয়মে বিভিন্নভাবে আমরা পরিবারের কথা পাই, সমাজ এবং সম্প্রদায়ের কথা পাই।
যিহূদী জাতির কাছে একজনের বংশ পরিচয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঐ ব্যক্তি কোন্ বংশোদ্ভূত থেকে।
যীশুর জন্মের সময় রোমান সরকার সমস্ত মানুষের কর দেওয়ার জন্য এবং মানুষ গণনার মাধ্যমে যিহূদীদের কর্তৃত্বে ও শাসনে রেখেছিল।
সে সময় প্রত্যেকের নিজ নিজ পিতার জন্মস্থানে ফিরে যাবার হুকুম ছিল।
আমাদের দেশে বিশেষ কাজে জন্মসুত্রে দেশের নাগরিক তা প্রমাণ করতে হয়, এছাড়া আর তেমন বাধ্যতামূলক নয়।
পুরাতন নিয়মে মসিহের প্রয়োজনটা বলতে হয় একেবারেই অন্যরকমভাবে হতে হয়েছে।
বাইবেলে মসিহের জন্মের প্রমাণ দেয়; যিহূদীদের রাজার বিষয়ে তাঁর সমস্ত তত্ত্ব আগেভাগেই সযত্নে ছিল।
প্রকাশ্যে জন্মের কোনো নথিভুক্ত লিখিত বিবৃতি নাই, কিন্তু খ্রীষ্টের জন্য তাঁর বার্থ সার্টিফিকেট যদি পূরণ করতে হয় তাহলে তাঁর নাম, সেক্স (ছেলে না কি মেয়ে), দিনতারিখ, জন্মস্থান, প্রসবকালিন ডাক্তার, সাক্ষী এবং পিতামাতার বিষয় উল্লেখ করতে হতো।
মসিহের বিষয় তাঁর জন্মের সমস্ত ভবিষ্যদ্বাণীগুলো পরিপূর্ণ হতে হবে।
প্রথমত সেই শিশুটিকে হতে হবে পুরুষ।
তিনি হবেন ইম্মানুয়েল (“আমাদের সহিত ঈশ্বর” যিশাইয় ৭:১৪ পদ)।
তিনি হবেন অব্রামের থেকে উৎপন্ন (আদিপুস্তক ১২:৩ পদ), এছাড়ও নির্দিষ্টভাবে বলতে হয় যে তিনি যিহূদা বংশোদ্ভূত হবেন (আদিপুস্তুক ৪৯:১০ পদ)।
তাঁর জন্মগত অধিকারে উত্তরাধিকারে দায়ুদ সিংহাসনের যোগ্য (যিশাইয় ৯:৬-৭ পদ)।
তাঁর জন্ম হওয়া স্থান হবে বৈৎলেহমের নগরে (মীখা ৫:২ পদ)।
তাঁর বার্থ সার্টিফিকেটে তাঁর মাকে কুমারী বলে উল্লেখ থাকবে (যিশাইয় ৭:১৪ পদ)।
প্রসবকালে যীশুর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না এবং দূতগণদের এবং রাখালদের দ্বারা তাঁর জন্মের সাক্ষি হবে।
এ সমস্ত কিছু যীশুর জন্ম হওয়ার আগেই ঈশ্বরের ভাববাদীদের মূখে বলেছেন।
যীশু বিষয় ভবিষ্যদ্বাণী শুধু তাঁর জন্মগ্রহণেই নয় কিন্তু পুরাতন নিয়মে মসিহ সম্পর্কে অন্যান্য সমস্ত ভবিষ্যদ্বাণীও সেভাবে পূর্ণ হয়েছে।
তিনি সেই খ্রীষ্ট!
যীশুর বেলায় তাঁর জন্মের সার্টিফিকেট সে রাতে লেখা হয়নি।
এর পরিবর্তে বৈৎলেহমের সেই ছোট্ট নগরে যাবপাত্রে তাঁর জন্মের দুুই হাজার বছর আগে থেকেই তাঁর বার্থ সার্টিফিকেটের বিবরণ শুকিয়া যাওয়া কলমের কালিতে পাওয়া যায়।
আমেন ! আমেন !! আমেন !!!
Comments