Posts

Showing posts from September 24, 2017

আত্মহত্যা, আত্মঘাতী সম্পর্কে দু’টি কথা। এ সম্পর্কে বাইবেল কী বলে?

Image
আত্মহত্যা করা ঠিক নয়। আত্মহত্যা অন্যায় এবং অপরাধ, কারণ এতে দশ আজ্ঞা (Ten Commandments) অবমাননা করা হয়, অপবিত্র করা হয় ঈশ্বরের আদেশকে। “নরহত্যা করিও না” (যাত্রাপুস্তক ২০:১৩ পদ)। ঈশ্বরের জীবন দেবার অধিকার তাঁর আছে এবং জীবন নেওয়ারও অধিকার তাঁর আছে। আত্মহত্যা করলে আপনি ঈশ্বরের বাক্যের অবাধ্য হলেন আর ঈশ্বরের জীবন নেওয়ার অবস্থানটি আপনি নিজেই সেই চেষ্টা করলেন।    হতাশা, নিরাশা এবং পাপ প্রায়ই মানুষকে মরার ইচ্ছা জাগায়। ইস্রায়েল লোকদের অবাধ্যতা, প্রতিবাদ, বিদ্রোহ এবং বিভিন্ন রকমের পাপ মোশীর জন্য একটা বোঝা হয়ে দাড়িয়েছিল যাতে তিনিও চাইছিলেন যেন ঈশ্বর তাকে বধ করেন (গণনাপুস্তক ১১:১৫ পদ)। যখন এলিয় কর্মিল পর্বতে মহা বিজয়ের পর মনের দিক থেকে সতেজ হয়ে উঠলেন, তখন দুষ্ট রাজা আহাবের পাজী স্ত্রী ঈষেবেলের হুঙ্কার আর ভয় দেখানোর কারণে তিনি মরুপ্রান্তরে রোতন গাছের তলায় বসলেন। এলিও ক্লান্তিতে হতাশায় এবং দুঃখে মর্মহত হয়ে ঈশ্বরের কাছে নিজের মরণ কামনা করলেন যেন তিনি মরতে পারেন। তিনি মনে করলেন তার মরণই ভালো (১ রাজাবলি ১৯:৪ পদ)। এখানে বলে রাখা ভালো যে রাণী ইষেবেল বাইবেলের ইতিহাসে একজন নিষ্ঠুর মহিলা ছিলে...