Posts

Showing posts from June 20, 2021

গুটেনবার্গের ছাপাখানা, ছাপাখানার গুটেনবার্গ

Image
  গুটেনবার্গের ছাপাখানা , ছাপাখানার গুটেনবার্গ 6 JUNE 2018 By MS Islam ১৭ শতকের শেষভাগে এসে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার এবং এর কিছুকাল পরে জেমস ওয়াটের আরও উন্নত মডেলের বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ , শিল্প বিপ্লবের সূচনা এনে দেয় আর বদলে যায় পৃথিবীটা। পৃথিবীতে আধুনিক সভ্যতার সূচনার পেছনে এই অধ্যায়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অভিহিত করা হয়। কিন্তু পৃথিবীতে আধুনিক সভ্যতার প্রকৃত বিপ্লব ঘটে এর বহু আগেই। ১৫ শতকের মধ্যভাগে   জোহানেস গুটেনবার্গের   ছাপাখানা আবিষ্কার মুদ্রণ ব্যবস্থায় বিপ্লব আনে। আর এই বিপ্লব পৃথিবীতে রেনেসাঁর সূত্রপাত করে। জ্ঞান - বিজ্ঞানের প্রসারণ তো এখান থেকেই শুরু। মুদ্রণযন্ত্র সহজলভ্য হওয়ায় বই ছাপাও সুলভ এবং সহজ হয়ে ওঠে। আর তখন থেকে পৃথিবীর ইতিহাস আরো সহজে ছাপার অক্ষরে বইয়ের পাতায় স্থান পেতে শুরু করে। অথচ যার হাত ধরে এই ছাপাখানা আবিষ্কার , তার জন্মের ইতিহাসই সঠিকভাবে ছাপা হয়নি ! জোহান গুটেনবার্গ ( ১৪০০ - ১৪৬৮ খ্রিস্টাব্দ ); Image Source:...