Posts

Showing posts from February 25, 2024

যৌবনে জীবন্ত ঈশ্বরকে স্মরণ কর!

“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্বরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই” উপদেশক ১২:১,১-১৪ পদ সময় বয়ে যায়, দিন চলে যায় আর তা বুঝে ওঠার আগেই তরুণর বৃদ্ধ হতে থাকে। বয়স হওয় হওয়াটা কখনো এড়ানো যায় না। শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল পৌরত্ব বৃদ্ধ হওয়া ঘটনা নির্দিষ্ট। তাই জীবনের বিভিন্ন পর্যায় রয়েছে আর যৌবন তার মধ্যে একটি। তরুন সময়টা ঠিক সেই সময় যখন তারা নিজেদের জন্য একটা জীবন গড়ার পরিকল্পনা করে . .  একটা ভালো শিক্ষা গ্রহণ করা, একটা সন্তোষজনক চাকরি পাওয়া, প্রচুর টাকাপয়সা অর্জন, থাকার জন্য একটা বাড়ীর মালিক হওয়া, বিবাহ করার জন্য একটা একজন জীবনসঙ্গী পাওয়া।  এমন তালিকা অনেক দীর্ঘ হতে থাকে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। মনে রাখবেন এটা জীবনের কেবল একটি খুশি হওয়া, আর আর মা-বাবাকে সন্তোষ্ট করা। মনে রাখতে হবে যে এর সবকিছু শীঘ্রই শেষ হয়ে যায়। তাই যখন তরুণ তখন তাদের আরও গুরুত্বপূর্ণ কিছু করতে ভাবতে হয়।  তরুণরা যদি মনে করে যে তারা মৃত্যুর দিন পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে শুধ উপরে উঠতেই থাকবে, তাহলে তারা ভুল করছে। জীবন প্রতিটি পর্যায়ে এক...