Posts

Showing posts from December 3, 2017

বড়দিন - খ্রীষ্টোৎসব। যীশুর জন্মদিনের ইতিকথা

Image
খ্রীষ্টিয়ান সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব খ্রীষ্টমাস অর্থাৎ খ্রীষ্টের জন্ম উদ্যাপনের দিন। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর ২৫শে ডিসেম্বর তারিখে মুক্তিদাতা খ্রীষ্টের জন্মদিন পালন করা হয়। স্পষ্টভাবে জানা যায় যে এই উৎসবটির উৎপত্তি মূলত রোমান কাথলিকদের থেকে। রোমান কাথলিক মণ্ডলীর দ্বারা প্রথানুযায়ী পালন করা থেকে এখন এটা প্রচলন হয়ে আসছে, পেয়েছে জনপ্রিয়তা আর কাথলিক আচার-অনুষ্ঠান, রীতিনীতি ও প্রথার মতো অন্যান্য মণ্ডলীতেও একইভাবে উৎসবটি পালন করা হচ্ছে। অনেকেই জানতে চান যে, “আমাদের কি গতানুগতিক প্রথানুযায়ী এবং সবরকম রীতিনুযায়ী বড়দিন উদ্যাপন করা উচিত কি না? বড়দিন উদ্যাপনের সব রকম আয়োজন দেখতে কি অত্যন্ত জাগতিকতার মতো মনে হয় না! বড়দিন পালন করতে গিয়ে যেসব আচার-অনুষ্ঠান করা হয়, তার অনেক কিছুই কি পৌত্তলিকতা নয়?” তাই এক্ষেত্রে আমি আমাদের পূর্ব খ্রীষ্টিয়ানদের কাছ থেকে পাওয়া কিছু ঘটনা থেকে উত্তর দেবার চেষ্টা করছি।   সান্তা ক্লজ এর উৎপত্তি (সাধু নিকোলাস)  রোমান কাথলিক পৌরাণিক কাহিনী থেকে ‘সান্তা ক্লজ’ পালন বা উদ্যাপন করা হয়। সাধুদের বিষয়ে নিকোলাস এর ‘সাধু’ সম্পর্কে কাথলিক পকেট ডিকসনারি এ...