Posts

Showing posts from June 23, 2019

কেন মূর্তি ও ছবির প্রতি এতো শ্রদ্ধা, প্রণাম এতো অনুরক্ত?

(অনুবাদ) রোমের সীমান্ত অঞ্চলে যারা বাস করেন তাদের জন্য কাথলিক ধর্মীয় মূর্তির সমস্যা বাস্তবে ততটা গুরুত্বপূর্ণ এবং কার্যকর নয়। কিন্তু ইতালির কেন্দ্রস্থলে মূর্তির প্রতি মনোভাব এখন পর্যন্ত মানদণ্ডস্বরূপ, যা অধিকাংশ কাথলিকরা প্রোটেস্টান্টদের মধ্যে এ নিয়ে তাদের পার্থক্য দেখিয়ে থাকেন। তারা বলে, “ওহ, তোমরা প্রোটেস্টান্ট মতাবলম্বী! তোমরা সাধুদের বিশ্বাস কর না, তাই না?” কাথলিক ধর্মমত বর্ণনা করে, “সাধুদের মূর্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন অনুমতি দানের যোগ্য। অন্যান্য ক্ষমতাধর রোমান কাথলিক দেশের জন্য এই মূর্তিগুলো আর সাধু ব্যক্তিরা যা প্রকাশ করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু মণ্ডলীর নিজের জন্য সত্য নয় কিন্তু যারা নীতিগতভাবে ধর্মীয় লোক নয় এই রকম বহু বহু লোক এমনকি যারা কখনো প্রায় কোনো মণ্ডলীর দ্বারপ্রান্তে যায়নি তারাও নিজেদের উৎসর্গকৃত কাথলিক মনে করে। কারণ তারা কোনো না কোনো মূর্তির বা একাধিক মূর্তির প্রতি একান্তভাবে অনুরক্ত, প্রীত। প্রোটেস্টান্টরা তাদের প্রতিবেশী কাথলিকদের থেকে পৃথক, স্বতন্ত্র এবং আলাদা। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রোটেস্টন্টদের দৃঢ় উক্তি যে, প্রত্যেককে ব্যক