পবিত্র আত্মা কীসের মতো? তিনি কি ঈশ্বর? পবিত্র আত্মা সম্পর্কে শিক্ষার গুরুত্ব What is the Holy Spirit like? Is He God? The importance of the doctrine of the Holy Spirit
পবিত্র আত্মা সত্য ঈশ্বর। আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মা ঐশ্বরিক ব্যক্তিত্ব। তিনি সমানভাবে পিতা ঈশ্বর। তিনি পুত্র ঈশ্বর। তিনি সৃষ্টির সময় সক্রিয় ছিলেন। তিনি ঈশ্বরের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি শয়তানকে প্রতিরোধ করে রাখেন। তিনি পাপ, ধার্মিকতা ও ন্যায় বিচার সম্পর্কে সাক্ষ্য দেন। তিনি সুসমাচারের সত্য সম্পর্কে সাক্ষ্য প্রদান করেন। তিনি নতুন জন্মের প্রতিনিধি। তিনি বিশ্বাসীকে সীলমোহর করেন; পরিধান ও পরিচালনা করেন; তিনি শিক্ষা দেন আর সাক্ষ্য দেন; তিনি পবিত্র আর বিশ্বাসীদের সাহায্য করেন। আমরা আগেই আলোচনা করেছি যে একমাত্র ঈশ্বর আছেন, তিনি বলেছেন “আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই।” তবুও ঈশ্বর নিজেকে তিন ব্যক্তিসত্তায় যেমন - পিতা, পুত্র (যীশু খ্রীষ্ট) এবং পবিত্র-আত্মায় এক “ত্রিত্বে” প্রকাশ করেছেন, যা প্রত্যেকে সত্য, পূর্ণ ও সমতুল্য এক ঈশ্বর। বাইবেল বলে, “সেই পিতা ঈশ্বরের গৌরব” আরো বলে যে, “সেই বাক্য (যীশু খ্রীষ্ট) ঈশ্বর ছিলেন” আরো বলে যে, “প্রভুর সেই আত্মা” এখানে মাত্র একজন ঈশ্বর কিন্তু তিন ব্যক্তিসত্তায় তাঁর ঐশ্বরত্বের প্রকাশ। পবিত্র আত্মা কীসের মতো? তিনি ক...