Posts

Showing posts from December 4, 2022

খ্রীষ্টের উৎসবের পিছনে ফিরে সেই খ্রীষ্টকে দেখুন

Image
যীশু খ্রীষ্টের জন্ম কখনই . . কোনো জাতীয় নেতাদের মতো নয়, কোনো ধর্মীয় গুরুদের মতো নয়, কোনো রাজনৈতিক ব্যক্তিদের মতো নয়। কোনো বড় অর্জন করা সেই ব্যক্তিদের মতো নয়।  যারা কিনা জন্মেছিলেন তাদের মৃত্যুতেই সব শেষ। যীশু খ্রীষ্টের জন্ম হওয়া অত্যন্ত বিশেষ জন্ম, কারণ এই জন্ম তাঁরই জন্ম হওয়া সেই নাসারতীয় যীশু খ্রীষ্ট যিনি ২০০০ বছরেও আগে এ ভূবনে এসেছিলেন আর এখনো জীবিত আছেন। তাঁর জন্মগ্রহণে - রাজাদের ভয়ে কাপিয়ে দিয়েছিল তাঁর ফুঁতে - শিষ্যেরা পবিত্র আত্মা গ্রহণ করলেন তাঁর কাপড়ের একটি কোনার স্পর্শে - ১২ বছরের রোগ মুহুর্তেই অদৃশ্য হয়েছিল তাঁর থুতুতে - জন্মান্ধ চোখে দেখতে পেল তাঁর প্রার্থনায় - ৫টি রুটি, ৫,০০০ রুটিতে পরিণত হলো তাঁর দৃষ্টিতে - সাধারণ একজন মৎসজীবী ক্ষমতাশালী প্রেরিতশিষ্যে গঠন হলেন তাঁর উপস্থিতে - মন্দ আত্মার বাহিনিরা যন্ত্রণা পেল তাঁর সুবুদ্ধি এবং বিচক্ষণতায় - বহু বিধি-বিধান বিভ্রান্ত হয়েছিল। তাঁর স্পর্শে - কুষ্ঠরুগী শুচি হয়েছিল। তাঁর মৃত্যু - কবর খুলে গিয়েছিল এবং অনেকে মৃত্যু থেকে উঠে এসেছিল। তাঁর ক্ষত - সমস্ত অসুস্থতা সুস্থ্য হয়েছিল তাঁর উৎসর্গে - মন্দিরের পরদা ছিঁড়ে ভাগ ভাগ হয়ে গিয়েছিল।...