উদ্দিপনা সভা, জাগরণী সভা, Revival meeting এর আয়োজন কেন, এর উপকারীতা কী?
উদ্দিপনা সভা, জাগরণী সভা, Revival meeting এর আয়োজন কেন, এর উপকারীতা কী? মণ্ডলীর পালক যখন বুঝতে পারেন যে . . মণ্ডলীর সভ্যসভ্যাদের মধ্যে অনেকে অনেক কিছুতে হতাশায় ভুগছেন , রোগভোগে কাতর , ধার - দেনায় জর্জরিত , আপনজন কেউ মারা যাওয়ায় শোকে আছেন , চাকরীতে , ব্যবসায় এছাড়াও পারিবারিক অশান্তিসহ অনেক কিছু থাকে, যাতে সভ্যসভ্যারা মণ্ডলীতে নিয়মিত হতে পারছেন না , বিশ্বাসী ভাইবোনদের মধ্যে যোগাযোগ রাখছেন না, আর তখনই আত্মিক উদ্দিপনার (Revival meeting) প্রয়োজন হয় , আর মণ্ডলীর পালক এর প্রয়োজন এর গুরুত্ব বুঝে এমনই এক আত্মিক উদ্দিপনা সভা আয়োজন করেন। এই আত্মিক উদ্দিপনা সভা নতুন কোনো প্রাণ জয় করার জন্য নয়, কিন্তু মণ্ডলীর সভ্যসভ্যাদের প্রভুর বাক্যে উদ্দীপ্ত করা , আত্মিকভাবে তাদের জাগিয়ে তোলা। উদ্দিপনা সভায় ঈশ্বরের বাক্য প্রচারই হলো প্রধান বিষয় , যদিও প্রার্থনা থাকে , আরাধনা সঙ্গীত থাকে , তবে বাক্যের প্রচার হলো গুরুত্বপূর্ণ। পরিশেষে সভ্যসভ্যাদের চমৎকার চমৎকার সাক্ষ্য থাকে যা তিনি এই উদ্দিপনা ...