Posts

Showing posts from September 24, 2023

পবিত্র আত্মার কাজ কী? What is the mission of the Holy Spirit?

Image
 পবিত্র আত্মার কাজ কী? একদিন সন্ধ্যাবেলা যীশু তাঁর শিষ্যদের তাঁর আসন্ন বিদায়, তাঁর মৃত্যু সম্পর্কে বললেন। তখন এ বিষয়টি শিষ্যদের ভীষণভাবে ব্যথিত করল। কিন্তু তিনি তাঁদের আশ্বাস দেন যে তাঁদের অসহায় রেখে যাবেন না। বরং তাঁর প্রতিনিধি হিসাবে পবিত্র আত্মাকে তারা পাবেন। “আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি” যোহন ১৪:১৮ পদ)। যখন খ্রীষ্ট জগতে ছিলেন তখন তিনি যা করেছেন পবিত্র আত্মা তাঁদের জন্য তাই করবেন। খ্রীষ্ট যেভাবে ছিলেন তিনি সেভাবে থাকবেন।  পবিত্র আত্মা সৃষ্টির শুরু থেকেই জগতে সক্রিয় আছেন। “পৃথিবী ঘোর ও শূন্য ছিল, এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন” (আদিপুস্তক ১:২ পদ)। পুরাতন নিয়ম জুড়ে তাঁর কাজের কথা বারবার বলা হয়েছে। যখন যীশু জগতে ছিলেন তখন পবিত্র আত্মা মহাশক্তিতে উপস্থিত ছিলেন। কিন্তু পঞ্চাশত্তমীর (Pentecost) দিনে তাঁর আসল কাজ শুরু হয়। জগতে পবিত্র আত্মার কাজ তিনি (পবিত্র আত্মা) খ্রীষ্টকে প্রকাশ করেন। পবিত্র আত্মার প্রভাবেই কেবল যীশুকে প্রভু বলে স্বীকার করা যায়। পৌল নিশ্চিত করেন যে পবিত্র আত্মার সাহায্য ছাডা কেউ যীশুকে প...