Posts

Showing posts from December 20, 2020

“ভয় করিও না”

প্রভুর উজ্জ্বল আভায় চারিদিকে আলোকিত হয়েছিল। রাখালেরা খুবই ভয় পেয়েছিল। খ্রীষ্টিয়ান হিসাবে এই ভয়ার্থ জগতে আমাদের ভয় করতে নেই। কারণ আমাদের জন্য আছেন মুক্তদাতা - যিঁনি খ্রীষ্ট, যিঁনি প্রভু। দেখুন প্রভু কী বলেন . . ১। “ভয় করিও না” আদিপুস্তক ২৬:২৪ পদ চাকরি ব্যবসার কোনো পরিস্থিতিতে। ২। “ভয় করিও না” ১রাজাবলি ১৭:১৩-১৪ পদ সীমিত জীবনের জন্য। ৩। “ভয় করিও না” ২রাজাবলি ৬:১৬-১৮ পদ জীবন হারানোর মুহূর্তে। ৪। “ভয় করিও না” যিশাইয় ৪১:৮-১২ পদ জীবনকে নিয়ন্ত্রণ ও সংযত করার সময়। ৫। “ভয় করিও না” যিশাইয় ৪৩:১-৫ পদ। জীবনে অভাব অনটান, হীন ও চরম মুহূর্তে। ৬। “ভয় করিও না” মথি ১০:২৭-৩২ পদ জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে। ৭। “ভয় করিও না” প্রকাশিত বাক্য ১:১৭-১৮ পদ জীবনের চুড়ান্ত, অন্তিম পর্যায়ে। জীবনের প্রতিটি মূহূর্তে আমাদের জন্য সেই স্বর্গীয় বাণী - “ভয় করিও না” সেই প্রথম বড়দিনটি আমাদের এখনো অনুপ্রাণিত করে, উদ্দীপিত করে যা ঈশ্বর তাঁর পুত্র, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সূচনা করেছিলেন। ১। প্রথম বড়দিনের যাত্রায় ছিলেন - যোষেফ ও মরিয়ম - লূক ২:৪ পদ ২। প্রথম বড়িদিনের কৃর্তনদল ছিলেন - স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ঐ স্বর্গদূতদে

আমাদের সব কাজই কি জঘন্য?

Image
হে যীশু, . .  আমি কি তোমার জন্মদিন পালন করি নাই?  আমি কি গুণগান, প্রসংশা করি নাই?  আমি কি পুরাতন কাপড় বাদ দিয়ে তোমার জন্মদিনে নতুন জামাকাপড় পরি নাই?  আমি কি গুডফ্রাইডে উপবাস করি নাই?   আমি ইস্টার সানডে পালন কি করি নাই?  আমি কি প্রভুর ভোজে, প্রীতিভোজে অংশগ্রহণ করি নাই?  আমি কি সাক্রামেন্ট পালন করি নাই আমি কি সভা-সমিতিতে যোগদান করি নাই? আমি কি দরিদ্রদের সাহায্য করি নাই? আমি কি ভালো ভালো কাজের আরো কতো কী আছে তা কি করি নাই? আমি কি তোমার জন্য কিছু বাদ দিয়েছি করতে?  এই যদি আপনার জিজ্ঞাসা হয়, . . যীশু স্পষ্টই বলবেন যে তিনি কখনই আপনাকে চিনেন নাই . .  মথি ৭:২২-২৩ পদ।  ২ করিন্থীয় ৫:১০ পদে সাধু পৌল বলেছেন যে . .  আমাদের প্রত্যেকের খ্রীষ্টের সামনে বিচারের জন্য দাঁড়াতেই হবে আর আমাদের জীবন তাঁর সামনে মেলে ধরা হবে।  এই নশ্বর দেহে বাস করার সময় আমরা ভালো কি মন্দ যা করেছি তার উপযুক্ত ফল আমদের পেতে হবে।  অনেক আগেকার একটা কাহিনী . .  চীন দেশের রাজার একটি সংগীত দল যারা বাদ্যযন্ত্র বাজায় সেরকম অর্কেস্ট্রোর একজন সদস্য ছিল।  ইনি প্রভাবশালী একজন বন্ধুর মাধ্যমে রাজার সংগীত দলের সদস্য হয়েছিলেন।  ইনি দাবি করতেন য