“ভয় করিও না”
প্রভুর উজ্জ্বল আভায় চারিদিকে আলোকিত হয়েছিল। রাখালেরা খুবই ভয় পেয়েছিল। খ্রীষ্টিয়ান হিসাবে এই ভয়ার্থ জগতে আমাদের ভয় করতে নেই। কারণ আমাদের জন্য আছেন মুক্তদাতা - যিঁনি খ্রীষ্ট, যিঁনি প্রভু। দেখুন প্রভু কী বলেন . . ১। “ভয় করিও না” আদিপুস্তক ২৬:২৪ পদ চাকরি ব্যবসার কোনো পরিস্থিতিতে। ২। “ভয় করিও না” ১রাজাবলি ১৭:১৩-১৪ পদ সীমিত জীবনের জন্য। ৩। “ভয় করিও না” ২রাজাবলি ৬:১৬-১৮ পদ জীবন হারানোর মুহূর্তে। ৪। “ভয় করিও না” যিশাইয় ৪১:৮-১২ পদ জীবনকে নিয়ন্ত্রণ ও সংযত করার সময়। ৫। “ভয় করিও না” যিশাইয় ৪৩:১-৫ পদ। জীবনে অভাব অনটান, হীন ও চরম মুহূর্তে। ৬। “ভয় করিও না” মথি ১০:২৭-৩২ পদ জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে। ৭। “ভয় করিও না” প্রকাশিত বাক্য ১:১৭-১৮ পদ জীবনের চুড়ান্ত, অন্তিম পর্যায়ে। জীবনের প্রতিটি মূহূর্তে আমাদের জন্য সেই স্বর্গীয় বাণী - “ভয় করিও না” সেই প্রথম বড়দিনটি আমাদের এখনো অনুপ্রাণিত করে, উদ্দীপিত করে যা ঈশ্বর তাঁর পুত্র, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সূচনা করেছিলেন। ১। প্রথম বড়দিনের যাত্রায় ছিলেন - যোষেফ ও মরিয়ম - লূক ২:৪ পদ ২। প্রথম বড়িদিনের কৃর্তনদল ছিলেন - স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ঐ স্বর্গদূতদে...