Posts

Showing posts from July 18, 2021

ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ?

Image
করোনাভাইরাস সংক্রামক ব্যাধির সংগে আমরা এখন পরিচিত হয়েছি। এর আগেও ইবোলা নামে আরেকটি ছোঁয়াচে রোগের কথা শুনেছি। এ দুটো রোগই মহামারী আকারে ছড়িয়ে পরেছে। এ রোগের লক্ষণ, শরীরে তাপমাত্র বেড়ে যায়, সর্দি হাঁচি কাশিসহ শ্বাসযন্ত্রের এবং ফুসফুসের সংক্রমণ, গলাব্যথা ও ক্লান্তি। আমাদের অনেকেরই  প্রশ্ন, ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ? বাইবেলে বিশেষভাবে পুরাতন নিয়মে বহু এমন ঘটনা উল্লেখ আছে যে ঈশ্বর তাঁর লোকদের উপর এবং তাঁর শত্রুদের উপর কঠিন কঠিন সব মহামারী প্রয়োগ করেছিলেন। “আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব; . . আমার প্রভাব তোমাকে দেখাই . . ”  যাত্রাপুস্তক ৯:১৪,১৬ পদ। ঈশ্বর ইস্রালীয়দের ফরৌণের দাসত্ব থেকে ও মিসর থেকে তাদের ছেড়ে দিতে বাধ্য করতে মিশরে পীড়াদায়ক সব মহামারীর দুর্যোগে আঘাত করেছিলেন। তাদের উপর এমন সব আক্রমনের থেকে ঈশ্বরের লোকেরা ঐসব আঘাত থেকে রক্ষা পেয়েছিল। “অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পরিবে...

কোরবানির গোস্ত

Image
দাদা , আপনি কোরবানির গোস্ত খান ? এ প্রশ্নটা কয়েক বছর আগে কোরবানী ঈদের দু’দিন পর এক   সকালে একজন মুসলিম ভদ্রলোক আমাকে করেন।  অনেক মুসলিম ভদ্রলোক ছিলেন সেখানে, এছাড়াও একজন হিন্দু ভদ্রলোকও সেখানে ছিলেন।  সকালে হাটতে যাই চন্দ্রিমা উদ্যানে , অনেকে যান।  হাটার পর একজন বুড়ির চায়ের টং - এ অনেকে বসেন চা খান , আমিও বসি।  যাহোক আজ যারা ছিলেন তারা সবাই জানেন আমি খ্রীষ্টিয়ান আর প্রচারকও।  সবাই বেশ ভদ্র , শিক্ষিত , এখন অবসর জীবন। প্রশ্নটা আমি কয়েক সেকেন্ড ভেবে উত্তর দিলাম , আমি গোস্ত খাই।  হিন্দু ভদ্রলোক আমাকে ইঙ্গিত করে বলেলেন উনারা সব খান।  বুঝতে পারলাম আমার সেখানে উপস্থিত হওয়ার আগেই ঐ হিন্দু ভদ্রলোকের সাথে অন্যান্যদের এ বিষয়ে কথা হয়েছে। অবশ্যই ওনাদের বিশ্বাস যে কোরবানির গোস্ত খেলে কিংবা কোনো   দেবতাদের উদ্দেশ্যে কোনো নাড়ু , সন্দেশ , কলা , চিড়াদই এই প্রসাদ খেলে সোয়াব হবে , ভাগ্য ভালো , আশির্বাদের কারণ হবে। এখন আমি ঘরে এসে লিখতে বসলাম। আমরা বিশ...