Posts

Showing posts from April 22, 2018

মরিয়মের একটিই মাত্র আদেশ যা স্বর্গে যেতে বাধ্য থাকতে হয়।

Image
আমন্ত্রিত যীশুর মা মরিয়ম গালীলের কান্না নগরে বিয়ে বাড়িতে এসে জানতে পারলেন এদের দ্রাক্ষারস শেষ হতে চলছে। তারা একটি বড় সমস্যার মধ্যে তলিয়ে যাচ্ছে। মরিয়ম নিজে এর জন্যে কিছুই করতে পারছেন না, যদিও তিনি যীশুর গর্ভধারিণী মাতা। তিনি তাদের এই দুর্দশা দেখে তাঁর যীশুর কথা মনে পড়লো যে তিনিই একমাত্র যিনি মুক্তিদাতা (ইম্মানুয়েল) সংকটজনক মুহূর্তে সবকিছুর সমাধান করতে পারেন। মরিয়ম তাদের এই দূরাবস্থায় চাকরদের একটি আদেশ দিলেন, যা আজও আমাদের প্রত্যেকের অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। যদি আপনার স্বর্গে যাবার ইচ্ছা থাকে তাহলে যীশুর মা মরিয়মের একমাত্র একটি আদেশের প্রতি মনোযোগ দিতে হয়। “তাঁহার মাতা (যীশুর মা) সেই পরিচারকদের বলিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহা কর।” শাস্ত্রের এটিই একমাত্র উল্লেখ করা আদেশ যা-কিনা মরিয়ম বিপদে পড়া, নিরুপায়, অসহায় লোকদের দিয়েছেন, তাই অত্যন্ত দৃঢ় নিশ্চিতে আর নিঃসন্দেহে জগতের সকলের তাই এই কথায় মনোযোগ দেওয়া উচিত - “ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহা কর।”  জগত আজ শান্তির অভাবে মহাসংকটে। প্রভু যীশু দু’হাজার বছর আগেও ঈশ্বরের সাদৃশ্যে শ্রেষ্ট সৃষ্টি  সেই মানুষের দূরাবস্থা

ঈশ্বর ভগ্নচূর্ণদের মূল্য দেন। God Values Broken Things. Psalms 34:18; 51:17

Image
সাধারণত কোনো কিছু ভেঙ্গে গেলে তার কোনো মূল্য থাকে না। এসব ভাঙ্গা জিনিষের সবসুদ্ধ ফেলে দিতে হয়। অনেক জিনিষ রয়েছে যেমন প্লেট, বাটি, গ্লাস, বোতল, আয়না, এ ছাড়াও সখের অনেক কিছুই থাকে যা অনেকে সময় কোনো কিছুতে ঘষা লেগে, আঘাত লেগে দাগ লেগে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙ্গেও যায়। এমনকি ফার্নিচারও ভেঙ্গে যায়, কাপড় ছিড়ে যায় আর এসব বিক্রী করতে গেলেও মূল্য পাওয়া যায় না। কিন্তু আত্মিক ক্ষেত্রে সেভাবে নয়। ঈশ্বর ভগ্ন জিনিষের নির্ধারিত মূল্যের অধিক মূল্য দেন - বিশেষভাবে ভগ্নচূর্ণ মানুষের। “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন” গীতসংহিতা ৩৪:১৮ পদ “ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না” গীতসংহিতা ৫১:১৭ পদ। ঈশ্বর জানেন যে কীভাবে গর্বিত, আত্ম-অহংকারী, দাম্ভিক এবং দেমাকিদের বাধা দিতে হয়, প্রতিরোধ করতে হয়, কীভাবে তাদের আটকাতে হয় তা তিনি জানেন। কিন্তু যিনি বিনয়ী, নম্র, নিরহংকারী, যিনি তার কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত, পাপবোধে পীড়িত ঈশ্বর তাকে প্রতিরোধ করেন না, বাধা দেন না। “ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগ