মরিয়মের একটিই মাত্র আদেশ যা স্বর্গে যেতে বাধ্য থাকতে হয়।
আমন্ত্রিত যীশুর মা মরিয়ম গালীলের কান্না নগরে বিয়ে বাড়িতে এসে জানতে পারলেন এদের দ্রাক্ষারস শেষ হতে চলছে। তারা একটি বড় সমস্যার মধ্যে তলিয়ে যাচ্ছে। মরিয়ম নিজে এর জন্যে কিছুই করতে পারছেন না, যদিও তিনি যীশুর গর্ভধারিণী মাতা। তিনি তাদের এই দুর্দশা দেখে তাঁর যীশুর কথা মনে পড়লো যে তিনিই একমাত্র যিনি মুক্তিদাতা (ইম্মানুয়েল) সংকটজনক মুহূর্তে সবকিছুর সমাধান করতে পারেন। মরিয়ম তাদের এই দূরাবস্থায় চাকরদের একটি আদেশ দিলেন, যা আজও আমাদের প্রত্যেকের অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। যদি আপনার স্বর্গে যাবার ইচ্ছা থাকে তাহলে যীশুর মা মরিয়মের একমাত্র একটি আদেশের প্রতি মনোযোগ দিতে হয়। “তাঁহার মাতা (যীশুর মা) সেই পরিচারকদের বলিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহা কর।” শাস্ত্রের এটিই একমাত্র উল্লেখ করা আদেশ যা-কিনা মরিয়ম বিপদে পড়া, নিরুপায়, অসহায় লোকদের দিয়েছেন, তাই অত্যন্ত দৃঢ় নিশ্চিতে আর নিঃসন্দেহে জগতের সকলের তাই এই কথায় মনোযোগ দেওয়া উচিত - “ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহা কর।” জগত আজ শান্তির অভাবে মহাসংকটে। প্রভু যীশু দু’হাজার বছর আগেও ঈশ্বরের সাদৃশ্যে শ্রেষ্ট সৃষ্টি সেই মানুষের ...