Posts

Showing posts from May 2, 2021

বায়োলজিক্যাল দিক থেকে পুরুষের থাকে বীর্য আর নারিদের থাকে ডিম্ব।

Image
বায়োলজিক্যাল দিক থেকে পুরুষের থাকে বীর্য আর নারিদের থাকে ডিম্ব। অবিবাহিত মরিয়ম তিনি তাঁর গর্ভে একটি শিশু ধারণ করেছিলেন পুরুষের বীর্য ছাড়াই। স্বামী ও স্ত্রীর শারীরিক যৌন মিলনে থাকে প্রচণ্ড কামনা আর এটাই ঈশ্বরের পবিত্র পরিকল্পনা মানুষের বংশ বৃদ্ধির জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নর-নারির এমন মিলনে থাকে নৈতিক বিকৃত মনভাব, বিকৃতরুচি , ভ্রষ্টাচারিতা, নষ্ট চরিত্র, থাকে দুশ্চরিত্রতা এমনকি ধর্ষণের মনোভাবও থাকে, আর এভাবেই তাদের উভয়েরই অজান্তে একটি শিশুর গর্ভধারণ হয়ে জন্ম হয়।  আমাদের প্রভু যীশু খ্রীষ্ট মানুষের এমন সব কামনায় উভয়ের শারীরিক মিলনে এমনকি নৈতিক বিকৃত, ভ্রষ্টাচার, বিকৃতরুচি, নষ্ট চরিত্র আর দুশ্চরিত্রে জন্মহওয়া থেকে . . তিনি সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক, পবিত্রতায় জন্মগ্রহণ করেছেন এবং সেভাবে জীবনযাপনও করেছেন। হ্যাঁ,  আমাদের যীশু মানুষের এসব কামনা থেকে তিনি জন্মাননি। খ্রীষ্টের জন্ম ছিল অনন্য - বায়োলজ্যিকাল পিতা ছাড়া অন্য যে-কোনো শিশুর জন্ম হওয়ার মতো তিনি জন্ম নেয়নি।  আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সুপারন্যাচরল অর্থাৎ অতিপ্রাকৃত বাস্তব নিয়মের বহির্ভূত গর্ভাবস্থায় ছিলেন। তিনি যেকোনো পুরু...

কোনো সঙ্কেত আমাদের মনকে শুধু নাড়া-ই দেয় না - সতর্কও করে।

এক রাতে রন-তরীর নৌ-সেনাপতি দূরে একটি আলো দেখতে পেয়ে লক্ষ্য করলেন যে তার নৌবহরটি ঐ আলো জ্বলা জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি তার জাহাজের রেডিও বার্তাবাহকে তাদের দিকে আসতে থাকা ঐ জাহাজকে ১০ ডিগ্রি উত্তর দিক ঘুরে যাবার জন্য বার্তা পাঠতে বলেন। আর ওপাশ থেকে শান্তভাবে উত্তর এলো, ‘না, বরং তুমি তোমার জাহাজ ১০ ডিগ্রি উত্তর দিক ঘুরিয়ে দেও।’ পরে আরো দু-দু’বার এভাবে বার্তা আদান প্রদানে ব্যর্থ হওয়ায় নৌ-সেনাপতি একেবারে প্রচণ্ডভাবে ক্ষেপে রেডিও বার্তাবাহকের মাইক্রফোনটি ছিনিয়ে অত্যন্ত গর্জন করে বললেন, ‘তুমি কি জান, তুমি যুক্তরাষ্টের একজন নৌ-সেনাপতির সাথে কথা বলছো। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর, ও পাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, “স্যার, আপনি কি জানেন যে আপনি লাইটহাউসের সঙ্গে কথা বলছেন?” বিপদে সর্তক করে দেওয়া লাইটহাউসের মতো যীশু খ্রীষ্টি-ও সে রকম “আমি জগতের জ্যোতি” বলে জগতের সবাইকে সতর্ক করেন। যীশু খ্রীষ্ট বারবার আমাদের জীবনযাত্রার গতিপথের পরিবর্তনের সতর্ক বার্তা দিচ্ছেন যেন অন্ধকার থেকে আলোর পথে চলি। কিন্তু দুঃখের বিষয় জগতের অনেকেই ভুল পথে চলতে থাকা লোকেরা এই জ্যোতির্ময় যীশুকে ত...