বায়োলজিক্যাল দিক থেকে পুরুষের থাকে বীর্য আর নারিদের থাকে ডিম্ব।
বায়োলজিক্যাল দিক থেকে পুরুষের থাকে বীর্য আর নারিদের থাকে ডিম্ব। অবিবাহিত মরিয়ম তিনি তাঁর গর্ভে একটি শিশু ধারণ করেছিলেন পুরুষের বীর্য ছাড়াই। স্বামী ও স্ত্রীর শারীরিক যৌন মিলনে থাকে প্রচণ্ড কামনা আর এটাই ঈশ্বরের পবিত্র পরিকল্পনা মানুষের বংশ বৃদ্ধির জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নর-নারির এমন মিলনে থাকে নৈতিক বিকৃত মনভাব, বিকৃতরুচি , ভ্রষ্টাচারিতা, নষ্ট চরিত্র, থাকে দুশ্চরিত্রতা এমনকি ধর্ষণের মনোভাবও থাকে, আর এভাবেই তাদের উভয়েরই অজান্তে একটি শিশুর গর্ভধারণ হয়ে জন্ম হয়। আমাদের প্রভু যীশু খ্রীষ্ট মানুষের এমন সব কামনায় উভয়ের শারীরিক মিলনে এমনকি নৈতিক বিকৃত, ভ্রষ্টাচার, বিকৃতরুচি, নষ্ট চরিত্র আর দুশ্চরিত্রে জন্মহওয়া থেকে . . তিনি সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক, পবিত্রতায় জন্মগ্রহণ করেছেন এবং সেভাবে জীবনযাপনও করেছেন। হ্যাঁ, আমাদের যীশু মানুষের এসব কামনা থেকে তিনি জন্মাননি। খ্রীষ্টের জন্ম ছিল অনন্য - বায়োলজ্যিকাল পিতা ছাড়া অন্য যে-কোনো শিশুর জন্ম হওয়ার মতো তিনি জন্ম নেয়নি। আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সুপারন্যাচরল অর্থাৎ অতিপ্রাকৃত বাস্তব নিয়মের বহির্ভূত গর্ভাবস্থায় ছিলেন। তিনি যেকোনো পুরু...