Posts

Showing posts from April 7, 2019

“ঘটে যা ঘটুক তোমার জীবনে - বল ধন্য যীশু” Whatever happens in life let Jesus be glorified.

Image
 জীবনে যা-কিছুই ঘটুক না কেন, বাঁচি-মরি আমরা প্রভুরই !! “কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না, এবং কেহ আপনার উদ্দেশে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশে জীবিত থাকি; এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশ মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। কারণ এই উদ্দেশ্যে খ্রীষ্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন।”  রোমীয় ১৪:৭-৯ পদ  “অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।”  ১করিন্থীয় ৬:১৯-২০ পদ  পবিত্র শাস্ত্রের এই বাণীগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যা-কিছু হোক না কেন, ঘটুক না কেন, আমরা জীবিত থাকি আর মরি, আমরা প্রভুরই, প্রভুর গৌরবে আমরা।  এটাই সত্য যে খ্রীষ্টিয়ান হিসাবে আমরা বেঁচে থাকতে খ্রীষ্টকে বাদ দিয়ে জীবনযাপন করতে পারি না। জীবনে তাঁর সাথেই আমাদের বেঁচে থাকতে হয়; মরনেও তাঁকে সাথে নিয়েই। খ্রীষ্টিয়ান হিসাবে বেঁচে থাকার জন্য আমরা টেবিলে সাজানো নানান পদের খ