বড়দিনের তাৎপর্য। লেখক : আমোষ দেউড়ী
ভূমিকাঃ বড়দিন বা ক্রিসমাস হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে প্রেরণ করেছিলেন। ঈশ্বর মানুষের পরিত্রানের জন্যে স্থানটি তৈরী করেছিলেন যেন তাঁর জন্মস্থান বৈৎলেহম থেকে কালভেরীর রক্তঝরা পথ অতিক্রম পাপী মানুষের মুক্তির পথ উম্মোচন করেন। বড়দিন এমন একটি সেই ঘটনা যার মধ্য দিয়ে বাইবেলের এই সত্য প্রমাণ হয় , ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশী জ্ঞানপূর্ন , আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশী শক্তিপূর্ণ ,’’ ( ১ করিঃ ১ : ১৫ পদ ) । বড়দিনের সেই ঘটনা যে ঘটনা সমস্ত ঘটনার চেয়ে উত্তম ঘটনা যা সর্বশক্তিমান ঈশ্বর তাঁর ইচ্ছা করে সম্পন্ন করেছেন যা মানুষের চিন্তার , যুক্তির , জ্ঞান ও বুদ্ধির অতীত। এই রচনায় ক্ষুদ্র পরিষরে বড়দিনের তাৎপর্য আলোচনা করা হবে। খ্রীষ্টের জন্মের পটভূমিকা : পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় ‘‘ কিন্তু সময় পূর্ণ হলে পর ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রী...