Posts

Showing posts from October 1, 2023

বাপ্তিস্ম এবং পবিত্র আত্মার পূর্ণতা কি এক? Are the Baptism and the Filling of the Holy Sprit the same?

Image
বাপ্তিস্ম এবং পবিত্র আত্মার পূর্ণতা কি এক? Are the Baptism and the Filling of The Holy Spirit the Same? গত এক শত বছরে খ্রীষ্টিয় পরিমণ্ডেলে পবিত্র আত্মার বাপ্তিস্ম মতবাদ নিয়ে বিস্তর মতভেদ তৈরি হয়েছে। প্রৈরিতিক মণ্ডলীগুলোর (Pentecostal churches) চিন্তাধারার মেনে চলা বা তাদের সঙ্গে জড়িদের সাধারণ বিশ্বাস হলো নতুন জন্মের পরে পর্যায়ক্রমে ঘটনাটি ঘটে এবং পরভাষায় কথা বলার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। একটু মনোযোগ দিয়ে নতুন নিয়ম পাঠ করলে ভিন্ন সমাধান পাওয়া যায়। পবিত্র আত্মার বাপ্তিস্ম কোনো একচেটিয়া অভিজ্ঞতা নয় যা কেবল “অভিজাত খ্রীষ্টিয়ান” (Christian elite) এর জন্য সংরক্ষিত। এটা সমস্ত খাঁটি বিশ্বাসীর জন্য একটি সার্বজনীন অর্থাৎ ব্যাপক ও সার্বিকভাবে  অভিজ্ঞতা (it is a universal experience encompassing all true believers)। বাইবেলে কেবল চারজন লোক পবিত্র আত্মার সম্পর্কে উদ্ধৃতি দিয়েছে: যীশু খ্রীষ্ট, যোহন বাপ্তাইজক, পিতর এবং পৌল। পবিত্র আত্মার বাপ্তিস্ম (the baptism of the Holy Spirit) এবং পবিত্র আত্মার পূর্ণতা (the filling of the Holy Spirit) প্রায় সময় একই আভিজ্ঞতা হিসাবে ধরা হয়। কিন্তু এসব পৃথক আত্মিক কা