ঈশ্বর কি আছেন? আমরা কি তাঁকে জানতে পারি?
ঈশ্বর কি আছেন? ১। অনেকে ঈশ্বরে বিশ্বাসী নন্। ঈশ্বর নাই বলে বিশ্বাস করেন। অনেক এমনভাবে বাস করেন, এমন তাদের জীবন যেন ঈশ্বর নাই। আবার অনেকে বলেন যে হয়তো-বা একজন ঈশ্বর আছেন, কিন্তু তিনি নিজেকে মানুষকে জানাননি, তিনি তার নিজেকে মানুষকে প্রকাশ করেননি। মানুষকে জানানোর জন্য তাঁর নিজেকে গঠন করেননি। যাহোক সবকিছুর আগে, সেই প্রশ্নের উত্তর দেব, “কোনো ঈশ্বর আছেন কি না?” যখন আমরা আমাদের চারপাশের সমস্ত জিনিসের দিকে তাকাই, যখন আমরা আমাদের চারপাশের সমস্ত কিছুর দিকে দেখি, লক্ষ্য করি, আমরা নিজেরা জিজ্ঞাসা করি, নিজেকে প্রশ্ন করি, আমরা জানতে চাই, “এ সমস্ত কোথা থেকে এলো?” কীভাবে গাছপালা/পাহাড়পর্বত/নদীনালা/হ্রদ আর জীবজন্তু/প্রাণী, এছাড়াও আরও অনেক কিছু হয়ে উঠলো? কোথা থেকে . . এলো এসব। বন্ধুগণ, এর সমস্ত কিছুই সেই সত্তার মধ্য দিয়েই এসেছে, যাঁকে ঈশ্বর বা God বলা হয়। হ্যাঁ, তাঁকে অবশ্যই মহান ক্ষমতা থাকতে হবে। বাইবেলে ঈশ্বরের জন্য ব্যবহৃত শব্দের অর্থ Powerful. অর্থ - পরাক্রান্ত, .অর্থ - শক্তিশালী, . . অর্থ - বলিষ্ঠ। বাইবেলের অর্থে ঈশ্বর কার্যসাধক ও শক্তিবিশিষ্ট। আমরা যখন আমাদের চারপাশের সমস্ত জিনিষগুলো দিকে ত...