Posts

Showing posts from July 21, 2019

বিজাতীয় অর্থাৎ যিনি খ্রীষ্টের নন্ তাকে বিয়ে করা কি উচিত? আর হলে কী করা উচিত

Image
 একজন খ্রীষ্টিয়ানের কি তাকে বিয়ে করা কি উচিত, যিনি প্রভু যীশুর খ্রীষ্টের নন্।  বিষয়টি চিন্তার এবং খুবই স্পর্শকাতর। এ সম্পর্কে পবিত্র বাইবেল আমাদের সঠিক নির্দেশনা দেয়। বাইবেলে করিন্থীয় পুস্তকে অবিশ্বাসীকে অর্থাৎ যিনি খ্রীষ্টের নন, যিনি যীশু খ্রীষ্টকে তার মুক্তিদাতা বলে গ্রহণ করেননি, তাঁকে প্রভু বলে স্বীকার করেননি, ভালোবাসেনি এরকম অসমভাবে জোয়ালিতে কোনো সম্পর্ক স্থাপন করতে সাধু পৌল সতর্ক করেছেন, যেমন লেখা আছে . .  “তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরষ্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তরই বা কি সহভাগিতা?”  (২ করিন্থীয় ৬:১৪ পদ)।  অর্থাৎ যারা প্রভুকে ভালোবাসে না, সে সব অবিশ্বাসীদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা নয়, কারণ ঈশ্বরের লোকদের সঙ্গে শয়তানের লোক, যারা পাপে জীবন কাটাচ্ছে তাদের কি সম্পর্ক? আলো কি করে অন্ধকারের সঙ্গে একত্রে থাকতে পারে? যদিও এ পদটি একেবারে নির্দিষ্টভাবে বিবাহকে উদ্দেশ্যে করে লেখা হয়নি। তবুও সাধু পৌল আমাদের এ জগতের ভিন্ন বিশ্বাস, অধার্মিকতা, জড়জাগতিকতা, পৌত্তলিক চর্চাদের থেকে আমাদেরকে শুদ্ধ ও পবিত্র থাক...