Posts

Showing posts from May 20, 2018

বিবাহ বিচ্ছেদ এবং পুনবিবাহ (Divorce and remarriage)

Image
বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহ বিষয়টি আজ বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা বিতর্কিত বিষয় হয়ে দাড়িয়েছে , অনেকে এ বিষয়ে তর্ক করতে দেখা যায়। এখন অনেককে বিবাহ বিচ্ছেদ ঘটাতে দেখা যায় , আবারো বিবাহ করতেও দেখা যায়। পাস্টর এবং প্রচারকেরা এ বিষয়ে শিক্ষা দিতে যেন ভয় পাচ্ছেন। বিবাহ সম্পর্কে কথা বলায় কারণে যোহন বাপ্তাইজকের মস্তক ছিন্ন হয়েছিল। মার্ক ৬ : ১৭ - ২৮ পদ। যারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আবারো বিবাহ করেছেন , ওনাদের কোনো শাস্তি আমি দাবি করছি না , কিন্তু তার চেয়ে এখানে ঈশ্বরের সত্য বাক্য দাবি করছি। আমাদের অবশ্যই অবিবাহিত এবং বিবাহিতদের শিক্ষা দেওয়া উচিত দেখাতে যে ঈশ্বরের কোনো উপায়ে - ই বিবাহ বিচ্ছেদ নাই। যদি দম্পত্তিরা বাইবেল অনুসরণ করেন তারা কখনো বিবাহ বিচ্ছেদ ঘটাবেন না। স্বামী এবং স্ত্রীকে তালাক দেওয়া বা পরিত্যাগ করার বিষয়ে বাইবেলের শিক্ষা কী ? ঈশ্বরের নিজের কথা  . .  “ আমি   স্ত্রীত্যাগ   ঘৃণা   করি ” মালাখি ২ : ১৬ পদ।  স্ত্রী যদি ব্যাভিচা...