আপনি কি একজন ভালো মানুষ? যাচাই করে দেখুন!
(অনুবাদ - Are You A Good Person? Take the Test!) অধিকাংশ মানুষ মনে করেন যে, তুলনামূলকভাবে তারা অন্যদের চেয়ে ভালো। সম্ভবত আপনিও একজন ভালো মানুষ বলে নিজেকে স্বর্গে যাবার উপযুক্ত মনে করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কী বিবেচনা করেন? পবিত্র বাইবেলে তিনি আমাদের সততার মাপকাঠির জন্য দশটি আজ্ঞা পালনের আইন দিয়েছেন। আপনি কি ঈশ্বরের দেয়া এই দশটি আজ্ঞা পালন করেন? আপনি কি কখনো মিথ্যা বলেছেন? হতে পারে তা ভালো কোনো উদ্দেশ্যে আপনি মিথ্যা বলেছেন? এটা নিশ্চিত, আমরা সকলেই না হলেও ভদ্রতার খাতিরে কোনো না কোনো সময়ে নির্দোষ মিথ্যা কথা বলেছি। বেশ, প্রিয় বন্ধু, নয় নম্বর আজ্ঞা বলে, “তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।” এর অর্থ মিথ্যা বলিও না। অতএব আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনি ঈশ্বরের একটি আজ্ঞা লঙ্ঘন করেছেন! আপনি মিথ্যা বলেছেন। যখন কোনো লোক মিথ্যা কথা বলে, তখন তাকে আমরা কী বলে ডাকি? মিথ্যাবাদী। ঈশ্বর আমাদের সকল মিথ্যা কথা জানেন এবং আমরা যে মিথ্যাবাদী তা তিনি জানেন! এটা অনেকটা রূঢ় কিন্তু এটাই সত্য। আপনি কি কখনো কারো জিনিষ না বলে নিয়েছেন? (এমনকি অনেক ছোট হলেও যেমন - দু’...