শয়তান এবং অন্যান্য স্বর্গদূত। The Devil and other Angelic Creation. শয়তানের উৎপত্তি ও তার কাজ কী? How did the Devil originate and what is his mission.
শয়তান এবং অন্যান্য স্বর্গদূত। The Origin of Satan. আমরা বিশ্বাস করি যে দিয়াবল, যাকে শয়তান বলা হয়, সে পবিত্র দূত এবং স্বর্গীয় সম্মানে ভূষিত ছিল। কিন্তু সে সর্বশক্তিমানের সমান হবার অহংকার ও উচ্চাশায় গর্বিত হলে সদলবলে তাঁকে নিচে নিক্ষেপ করা হয়। সে এখন এ যুগের, আকাশের কর্তৃত্বের অধিপতি চরম অপকারী শক্তি এবং জগতের বিপক্ষগণের অশুভ পাপময় প্রভু (unholy god)। সে মানুষের মহা প্রলোভনকারী, ঈশ্বর এবং খ্রীষ্টের শত্রু, ধার্মিকের অপবাদক, ভ্রান্তধর্মের স্রষ্টা এবং ধর্মত্যাগীদের উদ্দীপক; খ্রীষ্টারির প্রভু, অন্ধকারের সমস্ত শক্তির কর্তা; তা সত্বেও, তার চুড়ান্ত পরিণতি হলো ঈশ্বরের পুত্রের হাতে পরাজয় এবং চুড়ান্ত বিচারে নরকে নিক্ষেপ, যে স্থান তার এবং তার দলের জন্য তৈরি। বাইবেলে যেমন শয়তান কর্তৃক পতিত দূতগণের কথা লেখা আছে তেমন ঈশ্বরের আদেশ পালনকারী দূতগণের কথাও আছে। শয়তানের উৎপত্তি ও তার কাজ কী? How did the Devil originate and what is his mission? যখন ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন তখন তিনি “সকলই অতি উত্তম” করে তৈরি করেছিলেন (আদিপুস্তক ১:৩১ পদ)। এমনকি তখন দূতদের দলেও দুষ্টতা, পাপ কিংবা অশুভ কোনো কর্ম দূতের ছিল না। কিন্...