Posts

Showing posts from April 15, 2018

আপনি বিশেষ একজন

এই পৃথিবীতে আপনি বিশেষ একজন, আপনার মতো আর কেউ নন্। শুরু থেকে আপনার মতো আর কেউ হতে পারেনি। আপনার হাসি, চোখ, নাক, চুল, হাত, আপনার কণ্ঠের মতো আর কেউ নন্ . . . আপনি অপূর্ব! আপনার হাতের এমন লেখা কারোর হয় না, আপনার খাবারের রুচি, সংগীত, চিত্র, ভ্রমণ উপভোগ করার তুলনা কারোর হয় না। আপনি যেভাবে দেখেন অন্যেরা সেভাবে দেখেন না। এমন কেউ নেই যে আপনার মতো হাসেন, আপনার মতো কাঁদেন; আর আপনার হাসি ও কাঁন্নায় যা সৃষ্টি হয় তা অন্য কারোর অট্টহাস্যে ও শোকদুঃখে কখনো কোনো সময়ই তেমন আকৃষ্ট করে না।  আপনি যেভাবে অনুপ্রাণিত হন্ ও প্রেরণায় সাড়া দেন, কেউ সেভাবে সাড়া দেন না। আপনি অসাধারণ!      সমস্ত সৃষ্টির মধ্যে আপনিই একমাত্র যার যোগ্য, দক্ষ ও সমর্থে আপনি নিজেই। হ্যাঁ, আপনার ভালোর মধ্যে কেউ থাকবেন যিনি একটি বিষয়ে গুণধর, বিশ্বে এমন কেউ নেই আপনার মতো দক্ষতায়, ধারণায়, কল্পনায়, সাধ্যতায় ও অনুভূতিতে মেলানো যায়। অনেক বাদ্যযন্ত্রের মধ্যে একটি বাজালে সুর উচ্চে উঠে, কিন্তু একসঙ্গে বাজালে বাঁশির সুরের তুলনা হয় না। আপনিই একমাত্র!      অনন্ত অনাদিকাল ধরে আপনার মতো কেউ দৃষ্টি দেন না, কথা বলেন না, হাঁটেন

উইলিয়াম টিনডেলের কাহিনী। ইংরেজী ভাষায় অনুবাদকৃত বাইবেলের প্রথম মুদ্রণের ইতিহাস।

(অনুবাদ) ইতিহাসের সত্য ঘটনাগুলো তো সবাই জানতে চায় . . . টিলডেল একজন সত্যিকারের ব্যাপ্টিস্ট, যাকে ফাঁসিতে ঝোলানো হয় . . . তাঁর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় . . . শুধুমাত্র বাইবেল ইংরাজিতে অনুবাদ করার জন্য।  “সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধনদশা পর্যন্ত ক্লেশভোগ করিতেছি; কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রীষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়”  (২তীমথিয় ২:৯,১০ পদ)। প্রায় ৫০০ বছর আগে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করারো প্রায় একশ বছর আগে, মেনটজ নামের একটি পুরানো শহরে বাস করতেন জন গুজফ্লেম নামে একটি ছেলে। তার মা পশুর চামড়া দিয়ে পুরোহিতদের লেখার উপযোগী এক ধরনের পাণ্ডুলিপির কাগজ তৈরি করে তাদের সংসারের খরচ যোগাতেন। জনের একটি শখ ছিল যে সময় পেলেই সে কাঠ বা অন্যকিছুর উপর তার ছুরিটি দিয়ে নকশা বা খোদাই করতো। একদিন সে আগুনের পাশে বসেছিল যেখানে তার মা একটা পাত্রে বেগুনী রং গরম করছিলেন। জন অনেকটা আনমনেই এক টুকরো কাঠের উপর খোদাই করে কেটে নিজের নাম লিখেছিল। হঠাৎ নিজের নামের অক্ষর খোদাই করে কাটা একটি কাঠের টুকরো ওই