আপনি বিশেষ একজন
এই পৃথিবীতে আপনি বিশেষ একজন, আপনার মতো আর কেউ নন্। শুরু থেকে আপনার মতো আর কেউ হতে পারেনি। আপনার হাসি, চোখ, নাক, চুল, হাত, আপনার কণ্ঠের মতো আর কেউ নন্ . . . আপনি অপূর্ব! আপনার হাতের এমন লেখা কারোর হয় না, আপনার খাবারের রুচি, সংগীত, চিত্র, ভ্রমণ উপভোগ করার তুলনা কারোর হয় না। আপনি যেভাবে দেখেন অন্যেরা সেভাবে দেখেন না। এমন কেউ নেই যে আপনার মতো হাসেন, আপনার মতো কাঁদেন; আর আপনার হাসি ও কাঁন্নায় যা সৃষ্টি হয় তা অন্য কারোর অট্টহাস্যে ও শোকদুঃখে কখনো কোনো সময়ই তেমন আকৃষ্ট করে না। আপনি যেভাবে অনুপ্রাণিত হন্ ও প্রেরণায় সাড়া দেন, কেউ সেভাবে সাড়া দেন না। আপনি অসাধারণ! সমস্ত সৃষ্টির মধ্যে আপনিই একমাত্র যার যোগ্য, দক্ষ ও সমর্থে আপনি নিজেই। হ্যাঁ, আপনার ভালোর মধ্যে কেউ থাকবেন যিনি একটি বিষয়ে গুণধর, বিশ্বে এমন কেউ নেই আপনার মতো দক্ষতায়, ধারণায়, কল্পনায়, সাধ্যতায় ও অনুভূতিতে মেলানো যায়। অনেক বাদ্যযন্ত্রের মধ্যে একটি বাজালে সুর উচ্চে উঠে, কিন্তু একসঙ্গে বাজালে বাঁশির সুরের তুলনা হয় না। আপনিই একমাত্র! অনন্ত অনাদিকাল ধরে আপনার মতো কেউ ...