Posts

Showing posts from July 4, 2021

আপনি যদি আপনার পরিত্রাণ হারান - তাহলে ঈশ্বর মিথ্যাবাদী

Image
১। আপনি যদি আপনার পরিত্রাণ হারাতে পারেন, তাহলে ঈশ্বর একজন মিথ্যাবাদী “যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যাকথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছেন”   তীত ১:২ পদ। পৌল বলেছেন - “অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি খ্রীষ্টের সেবা করে যাচ্ছি। জগৎ সৃষ্ট হবার আগেই ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছিলেন” সাধু পৌল বলেছেন - অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি খ্রীষ্টের সেবা করে যাচ্ছি,  যে সত্য জীবন পরিবর্তন করে দেয়, যে জীবন জগত সৃষ্টির আগেই তাদের দেবেন বলে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আর ঈশ্বর কখনও মিথ্যা বলতে পারেন না। আপনি যদি নিজের পরিত্রাণ হারাণ . . তাহলে ঈশ্বর মিথ্যুক হলেন, আর আপনার অনন্ত জীবন থাকলো না, কিন্তু আপনার জীবনটা অস্থায়ী থেকে গেল যা-কিনা টেকসই নয় অর্থাৎ কখনো শেষ পর্যন্ত টিকে থাকে না। প্রভু যীশু খ্রীষ্ট এভাবে বলেছেন যে . . যোহন ৬:৩৭ পদ পিতা যাদেরকে আমাকে দেন,  তারা আমারই কাছে আসবে;  আর তারা  আমার কাছে এলে আমি কোনমতে তাদের  প্রত্যাখ্যন করব না,  বাহিরে ফেলে দেব না। শাস্ত্রে এই পদটি অত্যন্ত গুরুত্ব ও যত্নহকারে বিবেচনা করুন।  ঈশ্বর বলেছেন কাউকে “কোন