রেভারেন্ড (Reverend) কখনো মানুষের খেতাব নয়, যা একমাত্র ঈশ্বরেরই!!
এই নাম বা খেতাব শুধু ঈশ্বরেরই, কোনো মানুষের নয় আজ যদি কেউ বাইবেল অনুযায়ী সঠিকভাবে চলার চেষ্টা করেন তিনি নানা রকম বাধা-বিপত্তি এমনকি দুঃখ-কষ্টের সম্মুখীন হতে পারেন বলে ধরা যায়। পুরাতন শয়তান যাকে কিনা এ জগতের দেবতা বলা হয়, সে আজ বহু ব্যাপ্টিস্ট পালক ও প্রচারকদের তার নমুনানুযায়ী চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তার সুবিধা মতো সেরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আমাদের প্রভু তাঁর আদর্শানুুযায়ী সমস্ত কিছুতে সঠিকভাবে তাঁর মান স্থাপন করে গেছেন যা আমাদের সকলের খ্রীষ্টিয় জীবনযাপনে একটি সঠিক মান ও আদর্শ। কিন্তু পুরাতন শয়তানের মতো অবস্থা প্রায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। শয়তান তার মতো হওয়ার জন্য প্রত্যেকের উপর চেষ্টা চালায়। আর তার মতো গড়া ঐরকম অনেকের চরিত্রগত মান দেখতে খুব উপযুক্ত মনে হয়, আর মনে হয় তারা আসলেই সঠিক। আর এভাবে শয়তান তাদের আত্মিক অসারতায় ঘুম পাড়িয়ে রাখতে এখনো পর্যন্ত সক্ষম, আর সে এ কাজে ব্যস্ত সারাক্ষণ। এখনো পর্যন্ত আমরা ঐ শয়তানের গড়া ব্যক্তির মতো হয়ে চলছি আর চিন্তা করছি আমরা যীশুর আদেশে সঙ্কীর্ণ ও দুর্গম পথে চলছি। কিন্তু আমরা যখন বাইবেলের আদর্শ অনুযায়ী চলতে ব্যর্থ হই আমরা প্রকা...