Posts

Showing posts from July 30, 2017

রেভারেন্ড (Reverend) কখনো মানুষের খেতাব নয়, যা একমাত্র ঈশ্বরেরই!!

Image
এই নাম বা খেতাব শুধু ঈশ্বরেরই, কোনো মানুষের নয় আজ যদি কেউ বাইবেল অনুযায়ী সঠিকভাবে চলার চেষ্টা করেন তিনি নানা রকম বাধা-বিপত্তি এমনকি দুঃখ-কষ্টের সম্মুখীন হতে পারেন বলে ধরা যায়। পুরাতন শয়তান যাকে কিনা এ জগতের দেবতা বলা হয়, সে আজ বহু ব্যাপ্টিস্ট পালক ও প্রচারকদের তার নমুনানুযায়ী চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তার সুবিধা মতো সেরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আমাদের প্রভু তাঁর আদর্শানুুযায়ী সমস্ত কিছুতে সঠিকভাবে তাঁর মান স্থাপন করে গেছেন যা আমাদের সকলের খ্রীষ্টিয় জীবনযাপনে একটি সঠিক মান ও আদর্শ। কিন্তু পুরাতন শয়তানের মতো অবস্থা প্রায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। শয়তান তার মতো হওয়ার জন্য প্রত্যেকের উপর চেষ্টা চালায়। আর তার মতো গড়া ঐরকম অনেকের চরিত্রগত মান দেখতে খুব উপযুক্ত মনে হয়, আর মনে হয় তারা আসলেই সঠিক। আর এভাবে শয়তান তাদের আত্মিক অসারতায় ঘুম পাড়িয়ে রাখতে এখনো পর্যন্ত সক্ষম, আর সে এ কাজে ব্যস্ত সারাক্ষণ। এখনো পর্যন্ত আমরা ঐ শয়তানের গড়া ব্যক্তির মতো হয়ে চলছি আর চিন্তা করছি আমরা যীশুর আদেশে সঙ্কীর্ণ ও দুর্গম পথে চলছি। কিন্তু আমরা যখন বাইবেলের আদর্শ অনুযায়ী চলতে ব্যর্থ হই আমরা প্রকা...

সহজ সরলভাবে ‍উদ্ধারের, পরিত্রাণের ব্যাখ্যাটা কী?

Image
আনন্দ এবং মঙ্গল দুইজন ঘনিষ্ট বন্ধু। আনন্দ প্রতি রোববার গির্জায় আরাধনার পরে মঙ্গলের কাছে যায়। তারা দুইজনে ধর্ম এবং ঈশ্বর সম্পর্কে আলোচনা করে। মঙ্গল খ্রীষ্টিয়ান নয়, কিন্তু সে সত্যের খোঁজে খুব আগ্রহে বাইবেল অধ্যায়ণ করে। একদিন মঙ্গল আনন্দকে জিজ্ঞাসা করলো, “কিছু কিছু খ্রীষ্টিয়ান বন্ধু আমাকে বলছে যে - তুমি যদি যীশু খ্রীষ্টকে বিশ্বাস কর তুমি উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে। এই পরিত্রাণটা কী, এর অর্থ কী?” আনন্দ উত্তর দিল, “তোমাকে বোঝাবার জন্য একটা কথা বলি। সাঁতার না জানা একটা লোক জলে পড়ে ডুবে মারা যাচ্ছে। কিন্তু জলে ডোবা লোকটাকে উদ্ধার করতে সাঁতার জানা একজন সাহায্যকারী জলে ঝাঁপ দিয়ে তার কাছে এসে তার জীবন রক্ষা করেন। লোকটা প্রায় মরার মতো ছিল। জলে ডোবা লোকটার কী হলো, সে কী পেল?” মঙ্গল উত্তর দিল, “সে উদ্ধার পেল অর্থাৎ রক্ষা পেল”। আনন্দ বলল্, লোকটা যেভাবে জলে ডুবে মরতে যাচ্ছিল ঠিক সেভাবে একজন পাপের সাগরে ডুবে মরতে যাচ্ছে। এমন কেউ কি আছেন যিনি পাপে ডুবে থাকা থেকে আমাদের পরিত্রাণ করতে পারেন? আমি তোমাকে এই রকম পাপে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধারের জন্য কোনো রকম সাহায্য করতে পারি না, কারণ আমি নিজেও...

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?

ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন তাঁর বোধ, চিন্তা, জ্ঞান, উপলব্ধি ও অনুভূতিতে আপনি আর সাধারণ নন্, আপনি তাঁর সর্বোত্তম সৃষ্টি। সুতরাং আপনার জীবনের উদ্দেশ্য কী? কী অর্জন আপনার এই জীবনে? জীবনের লক্ষ্য ও অর্থ অনুসন্ধানের জন্য মানুষ আজ আধুনিক জীবন যাপনের চাপ ও সমস্যায় অস্থির। জীবনটা অবশ্যই আশা-ভরসা, সুনাম ও আনন্দে পরিপূর্ণ হওয়া উচিত; কিন্তু এর পরিবর্তে অধিকাংশ মানুষকে দেখা যায় ব্যক্তিগত সমস্যা, ভয়, আশঙ্কা ও ভবিষ্যৎ চিন্তায় বন্দি। আর এই বন্দিত্ব থেকে মুক্তির চিন্তায় মানুষ আজ অস্থির, তাই মুক্তির জন্য মানুষকে করতে হয় অনেক রকম পরিকল্পনা। তবুও অস্থিরতা। মানুষের তৈরি সুখের পথে কোনো স্বস্তি নেই, কোনো সান্ত্বনা নেই। এর কারণ একটাই যে, অনেকেই জানেন না জীবনের উদ্দেশ্য কী? ঈশ্বর মহান স্রষ্টা তাঁরই ক্ষমতায় জগতের সবকিছুই সৃষ্টি করেছেন, তিনিই এই বিশ্ব-ব্রহ্মাণ্ডের সবকিছুর সৃষ্টিকর্তা। ঈশ্বরের ইচ্ছানুযায়ী তাঁর গৌরব ও প্রশংসার লক্ষ্যে তাঁরই সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন। পবিত্র বাইবেল বলে, “ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে (অনুরূপ মত) মানুষকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃ...

যীশু খ্রীষ্ট-ই ঈশ্বর - তাঁর ঐশ্বরত্ব

যীশু খ্রীষ্ট-ই একমাত্র যিনি সনাতন অর্থাৎ নিত্য, চিরবর্তমান এবং শাশ্বত পবিত্র বাইবেল অনুযায়ী প্রমাণ হয় যে যীশু খ্রীষ্ট-ই ঈশ্বর। আমাদের সমাজ আজ শাস্ত্রের প্রকাশিত বাক্যের শেষ-কালীয় ঘটনাগুলোর খুব কাছেই। শয়তান আর তার অশুভ দুষ্ট ক্ষমতার শক্তি দিয়ে মানবতাকে প্রতারিত করতে সবকিছুই করছে আর মানুষদের সেই “জন্তু”-রূপে জানা সেই “মহাপ্রবঞ্চক” এর ভক্তিশ্রদ্ধা, পুজা-আরাধনা, প্রণিপাত ও ভজনা করিয়ে চলছে (প্রকাশিত বাক্য ১৩:১-১৮ পদ)। শয়তানের সব সময়ই ঈশ্বররূপে ভক্তিশ্রদ্ধা, প্রণিপাত, আরাধনা ও ভজনা পাওয়ার ইচ্ছা তার ছিল (যিশাইয় ১৪:১২ পদ; লূক ৪:৭ পদ), আর সামনে আসা মহা-ক্লেশের (Tribulation) সময় সে ঈশ্বরের মতো উপাস্য, আরাধ্য ও পূজারী হবে (২থিষলনীকীয় ২:৩-৪ পদ)। শয়তান বুঝতে পারছে যে মানুষের হৃদয়, মন ও অন্তর থেকে অবশ্যই তাকে প্রথমে সত্য ঈশ্বরকে সিংহাসনচ্যুত করতে হচ্ছে। আর তাই তাকে অবশ্যই যীশু খ্রীষ্টের ঈশ্বরত্বকে আক্রমন করতে হচ্ছে। আজ দেখা যায় বিভিন্ন প্রকার দল, নতুন নতুন ভ্রান্ত দলের নতুন নতুন দর্শন, মত ও রীতিনীতি, নিত্য নতুন চিন্তার সমস্ত খ্রীষ্টবহির্ভূত ব্যক্তি আর দল যারা মণ্ডলীর মাধ্যমে প্রভু যীশু খ...

ডাক্তার বিধি-ব্যবস্থা এবং ডাক্তার দয়া-অনুগ্রহ (Dr. Law and Dr. Grace)

Image
Translated by Nathaniel Hazra প্রয়াত Lester Roloff একজন বিখ্যাত ইভ্যানজেলিস্ট ছিলেন। তিনি ১৯৮২ সালে প্লেন ক্রাশে মারা যান। Dr. Law and Dr. Grace নামে এই প্রচারটি তার অত্যন্ত প্রশংসিত একটি প্রচার। তিনি বলেছিলেন যে দেশের সমস্ত লোকের কাছে প্রচার করার জন্য যদি কেউ আমাকে উঁচু একটি টাওয়ারের ব্যবস্থা করে দিতেন আর সবাইকে শোনানোর জন্য যদি সেরকম সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিতেন, তাহলে লক্ষ লক্ষ লোক আমার কথা শুনতে পেতেন। আর যদি ঈশ্বর আমাকে সমস্ত ভাষায় কথা বলার জ্ঞান দিতেন বা সমস্ত আঞ্চলিক ভাষায় আমার কথা বুঝিয়ে দেবার মতো যথেষ্ট অনুবাদকদের দিতেন তাহলে আমি একটি কথাই প্রচার করতাম যে “ডাক্তার বিধি-ব্যবস্থা এবং ডাক্তার দয়া-অনুগ্রহ” নামে মস্ত বড় বড় ডাক্তার রয়েছেন যারা চিরকাল বেঁচে আছেন আর বেঁচে থাকেন। সহজ সরল ভাবে অর্থাৎ বিনামূল্যে পরিত্রাণ পাওয়ার বিষয়ে শয়তান লোকদের বিভ্রান্ত ও প্রতারণা করার জন্য আর চরম ধ্বংসের পথে নিয়ে যাবার জন্য এই শয়তান ভালোই কাজ চালিয়ে যাচ্ছে। পরিত্রাণ কিন্তু মানুষ ও শয়তানের মধ্যে কোনো দৌড়-প্রতিযোগিতায় নয়, কিন্তু সবার জন্য এই পরিত্রাণ প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের দেওয়...

আপনার পালক মহাশয় কেমন আছেন?

Image
“আর আমি তোমাদিগকে আপন মনের মত পালকগণ দিব, তাহারা জ্ঞান ও বিজ্ঞতায় তোমাদিগকে চরাইবে” যিরমিয় ৩:১৫ পদ।  এ জগতে পালকীয় আহ্বান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, উচ্চপদমর্যাদাসম্পন্ন এবং মহৎ একটা আহ্বান। পালকীয় আহ্বান সমস্ত জগতের একটা গৌরবজনক আহ্বান। এ আহ্বান প্রশংসনীয় এবং একটা আদর্শ ব্রত। এর সাথে ঈশ্বরের অনন্তের হিসাব দেবার দায়িত্ব পাওয়ার বিশেষ সুযোগ আসে। ঈশ্বরের লোকদের কাছে, ঈশ্বরের গৃহের তত্ত্বাবধান এবং একটা নতুন নিয়মের মণ্ডলী লালন-পালনের জন্য শিক্ষা ও প্রচারে যুক্ত থাকার জন্য এটা একটি বিশেষ অধিকার পাওয়া। এ আহ্বান একটি মহা আহ্বান। এ আহ্বান একটি বিশেষ অনুগ্রহে এই পদমর্যাদা পাওয়া। এ বিষয়ে চিন্তা করলে এই দায়িত্বে থাকায় আমাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অধ্যয়নে থাকতে হয়, তাঁর শিক্ষা প্রচার করতে হয়, ঈশ্বরের সন্তানদের দিনে দিনে বৃদ্ধি করার কর্মে রপ্ত থাকতে হয়। আমাকে সব সময়ই সেই জ্ঞান বা সেই সচেতনায় থাকতে হয় যে আমি ঈশ্বরের সেবায় এই দায়িত্ব পালন করতে এই পদমর্যাদায় অধিকারপ্রাপ্ত হয়েছি আর সেই বাসনায় আমি আবিষ্ট থাকছি।  আগেকার দিনে রোমীয় বৃদ্ধ সৈনিকেরা তাদের ভোঁতা, বাঁকানো আর জংধরা তরবারি নিয়ে যুদ্ধে ...