সহজ সরলভাবে ‍উদ্ধারের, পরিত্রাণের ব্যাখ্যাটা কী?


আনন্দ এবং মঙ্গল দুইজন ঘনিষ্ট বন্ধু।

আনন্দ প্রতি রোববার গির্জায় আরাধনার পরে মঙ্গলের কাছে যায়।
তারা দুইজনে ধর্ম এবং ঈশ্বর সম্পর্কে আলোচনা করে।

মঙ্গল খ্রীষ্টিয়ান নয়, কিন্তু সে সত্যের খোঁজে খুব আগ্রহে বাইবেল অধ্যায়ণ করে।

একদিন মঙ্গল আনন্দকে জিজ্ঞাসা করলো,
“কিছু কিছু খ্রীষ্টিয়ান বন্ধু আমাকে বলছে যে - তুমি যদি যীশু খ্রীষ্টকে বিশ্বাস কর তুমি উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে।
এই পরিত্রাণটা কী, এর অর্থ কী?”

আনন্দ উত্তর দিল,
“তোমাকে বোঝাবার জন্য একটা কথা বলি।
সাঁতার না জানা একটা লোক জলে পড়ে ডুবে মারা যাচ্ছে।
কিন্তু জলে ডোবা লোকটাকে উদ্ধার করতে সাঁতার জানা একজন সাহায্যকারী জলে ঝাঁপ দিয়ে তার কাছে এসে তার জীবন রক্ষা করেন।
লোকটা প্রায় মরার মতো ছিল।
জলে ডোবা লোকটার কী হলো, সে কী পেল?”

মঙ্গল উত্তর দিল, “সে উদ্ধার পেল অর্থাৎ রক্ষা পেল”।

আনন্দ বলল্,
লোকটা যেভাবে জলে ডুবে মরতে যাচ্ছিল ঠিক সেভাবে একজন পাপের সাগরে ডুবে মরতে যাচ্ছে। এমন কেউ কি আছেন যিনি পাপে ডুবে থাকা থেকে আমাদের পরিত্রাণ করতে পারেন?
আমি তোমাকে এই রকম পাপে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধারের জন্য কোনো রকম সাহায্য করতে পারি না, কারণ আমি নিজেও পাপে ডুবে মরছি আর তুমিও আমার এইরকম পাপে ডুবে থাকা অবস্থা থেকে আমাকে উদ্ধারের জন্য কোনো রকম সাহায্য করতে পার না, কারণ তুমিও পাপে ডুবে মরছো।
নিজেদের অযোগ্যতার কারণে নিজেরা নিজেদের কখনো সাহায্য করতে পারি না, এজন্য পুরোনো একটি প্রবাদ আছে যেমন ‘তোমার চোখ যতই ভালো হোক না কেন তাতে এমনকি, তুমি তো তোমার চোখের পাতার লোম দেখতে পাও না’।
তাই ধর্মকর্ম, আচার অনুষ্ঠান পালন এবং ভালো ভালো কর্ম করে নিজেকে রক্ষা করার চেষ্টা অকেজো ও ব্যর্থ।

ঐ লোকটি যখন জলে ডুবে মরতে যাচ্ছে তখন পাড়ের উপর থাকা অনেকে তাকে অনেক জ্ঞান দিচ্ছিল, অনেকে বুদ্ধি দিচ্ছিল যে কী করে সাঁতার কাটতে হয়, কী করে ভেসে থাকতে হয়।
অনেকে উপদেশ দিল যেন সে সামনে ভেসে থাকা ঐ জিনিষটা ধরতে থাকে।
কেউ কেউ বলল সে যেন এভাবে কিংবা ওভাবে সাঁতার কাটে।
কেউ কেউ বলল সে যেন যতক্ষণ পারে জলে ডুব দিয়ে থাকে তাতে হয়তো তার একটা উপায় হবে, কিছুক্ষণ বাঁচবেও।

এরা লোকটাকে রক্ষার জন্য অনেক উপদেশ দিচ্ছিল, কিন্তু জলে নেমে কেউ তাকে উদ্ধার করলো না, তাকে বাঁচানোর জন্য কেউ নদীতে ঝাঁপ দিয়ে পড়েনি।
কারণ তারাও ঐ লোকটির মতো সাঁতার জানে না, জানে না কীভাবে পরিত্রাণ (উদ্ধার) পেতে হয়।
এদের কারোর নিজেদের সেই নিশ্চয়তা নেই। 

তাই বন্ধু মঙ্গল,
ঈশ্বর তোমার প্রতি দয়া ও করুণায় এবং তোমাকে ভালোবেসে একজন মুক্তিদাতা যীশু খ্রীষ্টকে পাঠিয়েছেন।

“. . . কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।”
মথি ১:২১ পদ।

যিনি তাঁকে বিশ্বাস করেন যে তিনি তাকে উদ্ধার করতে পারেন, তিনি তাকে রক্ষা করেন।
জলে ডুবতে থাকা ঐ লোকটির মতনই পরিত্রাণ (উদ্ধার/রক্ষা) পাবে যিনি যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেন।

“আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।” প্রেরিত ৪:১২ পদ।

পাপ থেকে পরিত্রাণ আর কারও কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। 
কারণ একজনই উদ্ধারকর্তা আছেন যিনি কিনা উদ্ধার করতেই স্বর্গ থেকে এই জগতে এসেছেন।

দেখ মঙ্গল,
কোনো ভবঘুরে লোক যদি বলে যে, উনি দেশের রাষ্ট্রপতির কাছ থেকে এসেছে তোমাকে তার কাছে নিয়ে যাবার জন্য।
তুমি বুঝতে পারবে যে এই লোকটা একটা পাগল বা ঠকবাজ।
এভাবে অনেকে আবার বিভিন্ন প্রতারণায় নিজেদের সরকারী লোক বলে অনেক লোভ দেখিয়ে লোকদের ঠকানোর চেষ্টা করে।
যিনি দেশের রাষ্ট্রপতির প্রতিনিধি বা তাঁর লোক, তার অবশ্যই উপযুক্ত পরিচয়পত্র এবং সেই যোগ্যতা তার থাকবে।
বিশ্বের মালিক যিনি, তাঁর প্রতিনিধি হয়ে যিনি আমাদেরকে তাঁর কাছে নিয়ে যেতে আসবেন, তাঁর অবশ্যই উপযুক্ত যোগ্যতা, গুণাবলী এবং ক্ষমতা থাকবে।

প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে আমরা পরম করুণাময়ের জীবন ও যোগ্যত্যাগুলোর অদ্ভুত মিল দেখতে পাই। পিতা ঈশ্বর যেমন, তেমনি যীশু খ্রীষ্টও পবিত্র ছিলেন, তিনি জীবনদাতা এবং জীবন্ত।
পৃথিবীতে যতো ধর্মগুরা এসেছে সবাই মৃত্যুবরণ করেছে।
এরা কেই ঈশ্বরের থেকে আসেনি।
কিন্তু যীশু খ্রীষ্ট মৃত্যুকে জয় করে আবার বেঁচে উঠেছেন।
পরকালের জীবন, জীবনের পথ তিনিই জানাতে পারেন, কারণ তিনি জীবন্ত।  

একটা লোক ঐ নদীর তীরে ভীড় ঠেলে নদীতে ঝাঁপ দিয়ে ডুবতে থাকা ঐ লোকটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক কষ্টে তাকে শ্রোতের মধ্য থেকে টেনে পাড়ে নিয়ে আসলো।
জলে ডুবতে থাকা লোকটা প্রাণে বেঁচে গেল, কিন্তু যে লোকটা তাকে উদ্ধার করেছিল তাকে দেখে সবাই হতবাক হয়ে গেল - লোকটা মারা গেল।

এই পৃথিবীতে মানুষ আজ পাপে মৃত্যুর নদীতে পড়ে হাবুডাবু খাচ্ছে।
আমাদের সাহায্য করার জন্য অনেকেই অনেক পরামর্শ দিচ্ছে, অনেকেই অনেক বুদ্ধি দিচ্ছে, অনেকেই অনেক শিক্ষা দিচ্ছে।
কিন্তু ডুবতে থাকা মানুষের ওদের কোনো পরামর্শে, ওদের কোনো বুদ্ধিতে এবং তাদের কোনো শিক্ষায় কাজ হবে না।
দরকার এমন একজন যিনি নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করবে।
যীশু খ্রীষ্ট এই কাজটি করেছিলেন।

মঙ্গল এখন বুঝতে পেরে বলল্, “এখন আমি বুঝতে পেরেছি পরিত্রাণ কী?
সবাই পাপে পতিত আর এর পরিণাম হলো মৃত্যু।
আমরা ঐ লোকটার মতো জলে ডুবছি।
আমাদের নিশ্চয়তা না থাকলে আমরা মরবো।
প্রত্যেকটা মানুষেরই পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে, পরিত্রাণের অধিকার আছে।
অনেকে অনেক উপদেশ দিলেও তারা নিজেরা পরিত্রাণ করতে পারে না।
আর যীশু খ্রীষ্ট পাপে ডোবা পাপীদের পরিত্রাণের জন্য উপযুক্ত সময় নিজেই ঝাঁপ দিয়েছেন।
আমি কি ঠিক কথা বলছি?”

 আনন্দ বলল্,
“তুমি ঠিক কথা বলেছ মঙ্গল।
পরিত্রাণ ঈশ্বরের দেওয়া একটা বিশেষ দান আর তা সকলের জন্য বিনামূল্যে দেওয়া উপহার।
আমাদের সমস্ত পাপের জন্য যীশু খ্রীষ্ট স্বর্গ থেকে এসে ক্রুশে মৃত্যুবরণ করেছেন।
তুমি এখন অন্যদের উপর নির্ভর না করে, তাদের থেকে মুখ ফিরিয়ে, তোমার পাপ থেকে মন ফিরিয়ে,  তোমার সমস্ত অন্তরে যীশু খ্রীষ্টকে গ্রহণ করে যেন পরিত্রাণ পেতে পার।
প্রভু তোমার, আমার ও আমাদের সকলের জন্য পরিপূর্ণরূপে ও চিরদিনের জন্য পরিত্রাণ দিয়েছেন।”

বাইবেল বলে একদিন তোমাকে মরতে হবে তারপর ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে হবে।

“যেমন মনুষ্যদের জন্য একবার মৃত্যু ও পরে বিচার নিরূপিত আছে” ইব্রীয় ৯:২৭ পদ।

মৃত্যু তোমার যে-কোনো দিনে আর যে-কোনো সময় হতে পারে।
তাই অনন্ত জীবনে প্রবেশের জন্য প্রস্তুত হওয়ার চেয়ে আজকের জন্য আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। কারণ তোমার এই প্রস্তুত হওয়াতেই স্থির হবে তুমি অনন্তকাল কোথায় কাটাবে।
বিবেচনা কর।
আমেন!!

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?