Posts

Showing posts from March 22, 2020

ভবিষ্যতের জন্য চরম সত্য কথা যা ঘটতে যাচ্ছে

প্রভু যীশু খ্রীষ্ট স্বর্গীয় পিতার কাছে প্রার্থনায় বলেছেন , “ তোমার বাক্যই সত্যস্বরূপ ” ( যোহন ১৭ : ১৭ পদ ) । ঈশ্বরের বাক্য হলো বাইবেল আর তাই এ বাক্য নিশ্চিত সত্য। যীশু বলেছেন , “ তোমরা যদি আমার বাক্যে স্থির থাক , তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য ; আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে ” ( যোহন ৮ : ৩১ - ৩২ পদ ) তাই জগতের সবাইকে প্রভুর বাক্যের সেই সত্যে মুক্ত অর্থাৎ স্বাধীন হতে আহ্বান জানানো হচ্ছে। নিচে উল্লেখ করা বাইবেলের পদগুলো একবার দেখার জন্য তুলে ধরা হয়েছে যেন পাঠক দেখতে পারেন যে কথাগুলো একেবারেই সত্য। আজকাল খ্রীষ্টিয় মণ্ডলীতে যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমন সম্পর্কে শিক্ষা খুব কমই দেখা যায়। ফলে বেশীরভাগ খ্রীষ্টিয়ান এ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নন্। সময় এসেছে এখন যেন আমরা প্রচার করি , মণ্ডলীকে প্রস্তুত করি প্রভুর বাক্যের মাধ্যমে। ১।         খ্রীরীষ্টের দ্বীতিয় আগমন আসন্ন - এমনকি তাঁর আগমন আজকেও হ...

পবিত্র বাইবেলের শিক্ষাসমূহ

পবিত্র বাইবেলের শিক্ষাসমূহের এই ছোট্ট পুস্তিকায় সুসংবাদকে অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাবার বিষয়টিকে সহজভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই পুস্তিকাটি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা বাইবেল সম্পর্কে কিছুই জানেন না। এই পুস্তিকাটিতে পবিত্র বাইবেল, মানুষ সৃষ্টি, মানুষের সমস্যা পাপ, যীশু খ্রীষ্ট, পাপ থেকে উদ্ধার, স্বর্গে, নরক এবং ভবিষ্যত ঘটনা সম্পর্কে মূল্যবান বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়েছে। এই পুস্তিকাটি পাঠ করে পাঠকেরা নিচের বিষয়গুলো বুঝতে পারবেন যে, বাইবেলের গুরুত্বপূর্ণ শিক্ষা কী? ঈশ^র তিনি কে? কী এমন বিষয় যা মানুষকে ঈশ^রের কাছ থেকে পৃথক করেছে? যীশু খ্রীষ্টের মৃত্যু এবং পুনরুত্থানের মূল্য কী? পাপী মানুষের জন্য যীশু খ্রীষ্ট কী করেছেন? আমরা আশা করি এই পাঠের আলোচনাটি আপনার ভালো লাগবে এবং উপকৃত হবেন। আমরা ঈশ^রের কাছে প্রার্থনা করি যেন এই ধারাবাহিক পাঠ্যক্রম আপনাকে বাইবেল বুঝতে আরও সাহায্য করেন এবং একই সঙ্গে আপনার ¯্রষ্টা ঈশ^রের সঙ্গে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠে। পাঠ - ১ সত্যের সন্ধান আমরা কোথায় পাই? সুনিশ্চিত সত্যের সন্ধানে আপনি কোথায় যাবেন? সত্য বলে কি কিছু আছে? অনেকে মনে করেন, নাই।...