Posts

Showing posts from March 3, 2024

যারা কখনও সুসমাচার শোনেনি তাদের কী হবে?

যারা কখনও সুসমাচার শোনেনি তাদের কী হবে? আমরা বুঝতে পারি যে প্রশ্নটি স্বাভাবিক কোনো প্রশ্ন নয়, আর এর উত্তর দিতেও তেমন আগ্রহ থাকে না। তবে খ্রীষ্টিয়ানেরা প্রায়ই এমন প্রশ্ন শুনে থাকেন। এ প্রশ্নটিকে অনেকে একটি আপত্তিকর প্রশ্ন বলেও মনে করুন। খ্রীষ্টের সুসমাচার না শুনে, যীশু খ্রীষ্টের সাথে পরিচিত না হয়েই যারা মারা যান তাদের সম্পর্কে কী বলা যায়, তাদের কী হবে? খ্রীষ্টের কথা যখন এই পৃথিবীর শত শত কৌটি মানুষের নাগালের বাইরে থেকে যায়, যীশু খ্রীষ্টকে নিয়ে তাদের কাছে পৌঁছানো গেল না, পৌঁছানোর কোনো সুযোগই হলো না, তাদের কী হবে? যারা ঈশ্বরকে জানেনি, খ্রীষ্টের সুসমাচার না জানতে পেরে যারা বিশ্বাস করতে পারেনি, তারা কি ঈশ্বরের প্রেম ও ঈশ্বরের ভালোত্ব, তাঁর মঙ্গলময়তা জানার সুযোগ থেকে বঞ্চিত হলো? ঈশ্বর যদি সত্য সত্যই প্রেমময়ই হয়ে থাকেন, এতই করুণাময় হয়ে থাকেন, তিনি যদি ভালো হয়েই থাকেন, তিনি যদি মানুষের উপযোগী হয়েই থাকেন, তাহলে তিনি কীভাবে এতো মানুষের ভাগ্যের সমাধান করবেন, যারা কখনই যীশু খ্রীষ্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়নি বা এখনও পাচ্ছেন না? যারা কিনা কখনই সুসমাচার শোনেনি, আর তাদের প্রতি ঈশ্বরের দোষারোপ কর...