বন্ধু হতে চান?
রিডার্স ডাইজেস্ট অবলম্বনে বিখ্যাত দাশনিক এরিস্টটল বলেছেন, দু’টি দেহের এক অভিন্ন আত্মার মিলনই হলো বন্ধুত্ব। পৃথিবীতে সবচেয়ে মধুরতম সম্পর্ক হলো বন্ধুত্ব। একজন ভালো বন্ধু হতে পারে কোনো ব্যক্তির জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান। কেননা একজন ভালো বন্ধুর সংস্পর্শে কারও জীবন হতে পারে ফুলে-ফুলে শোভিত। অন্যদিকে একজন খারাপ বন্ধু কারও জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে। সেই প্রাচীন কাল থেকেই মানুষ বন্ধুত্ব গড়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। এর কিছুতে সে হয়েছে সফল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ। কেননা মানুষ যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে তার চিন্তাধারা বদল করে তখন একই সাথে তার মনের অবস্থারও পরিবর্তন ঘটে। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির সার্বিক উন্নতি, জয়লাভ এবং সাফল্য নির্ভর করে তার নিজের উপর, কিন্তু এর পেছনে একজন নিঃস্বার্থ বন্ধুর অবদান অপরিমেয়। তাই ব্যক্তি জীবনে একজন ভালো বন্ধু হতে পারে জীবন রক্ষাকারী টনিক। যারা এখনও জীবনে এমন বন্ধুর সাক্ষাত পাননি তারা নিচের পন্থাগুলো অনুশীলন করুন দেখবেন অচিরেই আপনি হয়ে উঠেছেন সকলের মধ্যমনি এবং এদের মাঝেই পেয়ে যাবেন আপনার কাক্সিক্ষত বন্ধুটি। ১। অন্যের প্রতি ...