ভষ্ম বুধবার কি বাইবেলে আছে?
ভষ্ম বুধবার কি বাইবেলে আছে ? কক্ষনো নাই , বাইবেলের কোথাও নাই। ভষ্ম বুধবার আসলে মুলত একটা পৌত্তলিকতা , আর খ্রীষ্টের শত শত বছর পরে কাথলিক মণ্ডলী তাদের মাণ্ডলিক বিশ্বাসরূপে এটাকে প্রবেশ করিয়েছে। এটা সেই যুগের সেই সময়ের যখন কনস্টানটাইন ঢালাই করা পৌত্তলিকে উদ্যোগী হয়েছিল এবং খ্রীষ্টিয়ানেরা রোমান সাম্রাজ্যে যুক্ত হয়েছিল। ভষ্ম বুধবার হলো প্রায়শ্চিত্তকাল , উপবাসকালের প্রথম দিন। রোমান কাথলিক মণ্ডলীগুলোতে ল্যাটিন আচারে এই ভষ্ম বুধবারে বিশেষভাবে আত্মপরীক্ষা , চেতনা ও মনপরিবর্তন , প্রার্থনা , ধ্যান , উপবাস ( মাংসাহার ত্যাগ বিধেয় ) এবং আত্মত্যাগ ও আত্মশুদ্ধি মাধ্যমে খ্রীষ্টের যাতনাভোগ এবং পুনরুত্থান জন্য নিজেদের প্রস্তুতী একটি বিশিষ্ট সময়। খেজুর পাতার পোড়ানো ভষ্ম বা ছাই হলো পাম সানডের আর্শীবাদ রবিবার। এই ভষ্মতে যাজক বা পুরোহিতরা তাদের কপালে ক্রুশচিহ্নে লেপন করে দেন যারা সামনে আসেন এবং হাঠু গাড়েন , আর বলেন , “ কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। ” ( আদিপুস্তক ৩ : ১৯ পদ ) । ব...