খ্রীস্টিয়ানরা কেন ক্রুশে নির্ভরশীল এতো বিশ্বাস !!
“ ...অনেকের জন্য মুক্তির মূল্যরূপে তাঁহার জীবন দিতে আসিয়াছেন” মার্ক ১০:৪৫ পদ। যীশু খ্রীষ্ট পাপীদের মুক্তিপণ হিসাবে তাঁর নিজের জীবন দিতে এসেছিলেন। পবিত্র বাইবেল বিশ্বাসী খ্রীষ্টিয়ানদের এই ক্রুশতত্ত্ব অর্থাৎ যীশু খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু নিয়ে অন্যান্য ধর্ম বিশ্বাসীদের মধ্যে মারাত্মক একটি সমস্যা রয়েছে। এ বিষয়ে জানার জন্য কিছু প্রশ্নও উঠে যা পাপ সম্পর্কীয়, আর আরেকটি বিষয় হলো ঐ পাপের প্রায়শ্চিত্ত সাধনের জন্য যীশুর কী দরকার ছিল ক্রুশীয় মৃত্যুবরণ করা? ঠিক জানি না যে এধরণের কোনো প্রশ্ন আপনারও আছে কি না। তবে এ বিষয়ে শাস্ত্রের ইব্রীয় পুস্তকের প্রথম দশটি অধ্যায় পাঠ করলে এই গুরুত্বপূর্ণ বিষয়টির একটি সচ্ছ ও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে পাপ সম্পর্কে অন্যান্য ধর্ম মতামত থেকে খ্রীষ্টিয় শিক্ষার বহু পার্থক্য রয়েছে। অনেকে যেমন বলেন যে, আদম ও হবার অবাধ্যতার একটি ভুলে পাপ করেছিলেন, এই অবাধ্যতা ছিল তাদের একটি ভুল, বা পাপ। তারা এই পাপ স্বীকার করে ক্ষমা পেয়েছেন। আরও অনেক মতের লোকেরা বলেন যে পাপ মানব চরিত্রের কোনো অংশ বিশেষ নয় আর যদিও মানুষ ভুল করতেই থাকে, তা ক্ষমা করা হবে, যদি কিনা ত...