Posts

Showing posts from March 15, 2020

ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ?

ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ? করোনাভাইরাস সংক্রামক ব্যাধির সংগে আমরা এখন পরিচিত হয়েছি। এর আগেও ইবোলা নামে আরেকটি ছোঁয়াচে রোগের কথা শুনেছি। এ দুটো রোগই মহামারী আকারে ছড়িয়ে পরেছে। এ রোগের লক্ষণ, শরীরে তাপমাত্র বেড়ে যায়, সর্দি হাঁচি কাশিসহ শ্বাসযন্ত্রের সংক্রমণ, গলাব্যথা ও ক্লান্তি। অনেকের প্রশ্ন, ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ? বাইবেলে বিশেষভাবে পুরাতন নিয়মে বহু এমন ঘটনা উল্লেখ আছে যে ঈশ্বর তাঁর লোকদের উপর এবং তাঁর শত্রুদের উপর কঠিন কঠিন সব মহামারী প্রয়োগ করেছিলেন “আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব; . . আমার প্রভাব তোমাকে দেখাই . . ” (যাত্রাপুস্তক ৯:১৪,১৬ পদ)। ঈশ্বর ইস্রায়েলীয়দের ফরৌণের দাসত্ব থেকে ও মিসর থেকে তাদের ছেড়ে দিতে বাধ্য করতে মিশরে পীড়াদায়ক সব মহামারীর দুর্যোগে আঘাত করেছিলেন। তাদের উপর এমন সব আক্রমনের থেকে ঈশ্বরের লোকেরা ঐসব আঘাত থেকে রক্ষা পেয়েছিল। “অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়ি...

আরোগ্য বা সুস্থতা সম্বন্ধে বাইবেল কী বলে?

Image
প্রশ্ন : আরোগ্য বা সুস্থ্যতা সম্পর্কে বাইবেল কী বলে? উত্তর : আরোগ্যলাভ বা সুস্থতা সম্পর্কে প্রধান শাস্ত্রপদটি হলো . .  যিশাইয় ৫৩:৫ পদ,       “কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।”  অর্থাৎ, আমাদের পাপের জন্যই যীশু খ্রীষ্টকে বিদ্ধ করা হয়েছে; আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে সেই শাস্তি যীশু খ্রীষ্টকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আর এরপর যা, ১পিতর ২:২৪ পদে উদ্ধৃত করা হয়েছে,       “তিনি আমাদের “পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই; “তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছে”।   অর্থাৎ, যীশু খ্রীষ্ট ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা তিনি নিজেই বইলেন, যেন আমরা পাপের দাবি-দাওয়ার কাছে মৃত্যুবরণ করে ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য বেঁচে থাকি। ...