আজ মা দিবস, মা অনন্য এক অনুভূতির নাম। Mother is the name of a unique feeling.
মাতৃত্বেই নারীর পূর্ণতা। আজ মে মাসের দ্বিতীয় রোববার , আজ বিশ্ব মা - দিবস, মায়েদের জন্য বিশেষ দিন। মা দিবস হলো পরিবার থেকে বা নিজের থেকে মাকে সম্মান জানানোর পাশাপাশি মাতৃত্ব, মাতৃত্বের বন্ধন এবং সমাজে মায়েদের যে প্রভাব তা জানানোর একটি বিশেষ দিন। যদিও মাকে ভালোবাসা - শ্রদ্ধা জানানোর জন্য কোনো দিনক্ষণ ঠিক করে হয় না , তবুও মাকে গভীর মমতায় মনে করার বিশ্ব মা দিবস আজ , সেটা প্রতীকী হলেও। মা অনন্য এক অনুভূতির নাম, মা একটি সুমিষ্ট শব্দ। মায়েদেরকে অবশ্যই তাদেরকে স্বীকৃতি দিতে হয়, মায়েদের প্রশংসা করতে হয় , যারা নিঃস্বার্থভাবে তাদের সন্তানদের যত্ন নিয়েছেন , উন্নত করেছেন আপনাকে আমাকে। মা আপনাকে দশ দশটি মাস ধরে গর্ভে ধারণ করেছেন। মা আপনাকে এ জগতের বুকে নিয়ে আসতে তাকে মৃত্যুদ্বারা পর্যন্ত যেতে হয়েছিল। যেখানে একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে , সেখানে মা আপনার জন্মের সময় ৫৭ ডেল ব্যথা সহ্য করেন, কিন্তু সন্তানের প্রতি মায়ের যে আবেগ , যে মমতা তা পরিমাপের সাধ্য নেই ক...