আজ মা দিবস, মা অনন্য এক অনুভূতির নাম। Mother is the name of a unique feeling.


মাতৃত্বেই
নারীর পূর্ণতা।

আজ মে মাসের দ্বিতীয় রোববার, আজ বিশ্ব মা-দিবস, মায়েদের জন্য বিশেষ দিন।

মা দিবস হলো পরিবার থেকে বা নিজের থেকে মাকে সম্মান জানানোর পাশাপাশি মাতৃত্ব, মাতৃত্বের বন্ধন এবং সমাজে মায়েদের যে প্রভাব তা জানানোর একটি বিশেষ দিন।

যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর জন্য কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় মনে করার বিশ্ব মা দিবস আজ, সেটা প্রতীকী হলেও।

মা অনন্য এক অনুভূতির নাম, মা একটি সুমিষ্ট শব্দ।

মায়েদেরকে অবশ্যই তাদেরকে স্বীকৃতি দিতে হয়, মায়েদের প্রশংসা করতে হয়, যারা নিঃস্বার্থভাবে তাদের সন্তানদের যত্ন নিয়েছেন, উন্নত করেছেন আপনাকে আমাকে।

মা আপনাকে দশ দশটি মাস ধরে গর্ভে ধারণ করেছেন।
মা আপনাকে জগতের বুকে নিয়ে আসতে তাকে মৃত্যুদ্বারা পর্যন্ত যেতে হয়েছিল।

যেখানে একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে, সেখানে মা আপনার জন্মের সময় ৫৭ ডেল ব্যথা সহ্য করেন, কিন্তু সন্তানের প্রতি মায়ের যে আবেগ, যে মমতা তা পরিমাপের সাধ্য নেই কোনো পরিমাপক যন্ত্রে।

আপনি কি জানেন যে আপনার . . 
মা . . আপনার জন্ম হওয়ার পর তিন মাস তার বুকেবুকে রেখেছেন।
মা . . আপনাকে বছর বছর আমাকে তার হৃদয়ে রেখেছেন।
মা . . আপনাকে দুধ খাইয়ে, কাপড় পরিয়ে, ঘুম পরিয়েছেন।
মা . . আপনাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, তার নিজের রাজপুত্র রাজকন্যার মতো।
মা . . আাপনাকে পরিবর্তন করেছেন, পরিণত করেছেন।
মা . . আপনাকে শিক্ষা দিয়েছেন, ভালোবেসেছেন।
মা . . আপনাকে চোখে চোখে রেখেছেন।
মা . . আপনাকে নিজের কাছে কাছে রাখতে প্রবল চেষ্টা করেছেন।
মা . . আপনার জন্য প্রতিরোধ করেছেন, আপনার পক্ষে রুখে দাড়িয়েছেন।
মা . . আপনাকে উৎসাহ দিয়েছেন, ধরে রেখেছেন।
মা . . আপনাকে সাহায্য/সহায়তা করেছেন।
মা . . আপনাকে বকা দিয়েছেন, মা আবার চুমুও দিয়েছেন।
মা . . আপনার যত্ন নিয়েছেন, যখন অসুস্থ্য ছিলেন।
মা . . আপনার জন্য কষ্টভোগ করেছেন।
মা . . আপনার জন্য ত্যাগ স্বীকার করেছেন (রাত জেগেছে)।
মা . . আপনাকে শর্তবিহীনভাবে ভালোবেসেছেন আর এটাই সবচেয়ে বড় কথা।
মা . . আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, শ্রেষ্ঠ কোনো পুরুষ বা নারীর মতো হতে।

আপনি মনে করে দেখুন,
আমাদের অনেক মায়েরা কিন্তু এখনকার মতো সুন্দর রান্নঘর পায়নি, মাথার উপর ফ্যান পায়নি, গ্যাসের অটো চুলা পায়নি, প্রেশার কুকার পায়নি, ওয়াসিং মেসিনের সংগে পরিচিত ছিলেন না, ডায়রাপার দেখেননি, টেলিভিষন দেখেননি।

মা শুধু দেখেছেন তার নিজ সন্তানকে, 
মা শুধু বুঝেছেন তার নিজে সন্তানকে।

কিন্তু দুঃখের বিষয় . . 
অনেকেই তাদের এমন ঈশ্বরভক্ত মাকে, এমনকি তার ভালো মাকেও ভালোভাবে স্বরণ করে না, মাকে মনে রাখে না, মাকে উপলব্ধিও করে না।

যখন আমাদের একজন ভালো মা ছিলেন তখন উচিৎ মাকে উপলব্ধি করা, মায়ের মূল্যায়ন করা, মাকে স্বীকৃতি দেওয়া, মায়ের সম্পর্কে কথা বলা।

বিশ্বের সব মা- তেমনি শাশ্বত সুন্দর, মায়াময়।
মা . . মৃত হলেও জীবিত, মরণের ঘরে অকৃত্রিম, অমর।
মা . . জানেন, সন্তানের জন্য তার হৃদয় কতো আকুলতা।
মা . . আর সন্তান অদৃশ্য সুতার এক অজর বন্ধনে চিরকাল বাধাঁ।

মা অনন্য এক অনুভূতির নাম। মা একটি সুমিষ্ট শব্দ।

এই শব্দের গভীরতা যে কতো, তা আমরা সবাই জানি।

আপনার জীবনের দুর্বিষহ মুহূর্তে সন্তানের পাশে থাকে কে? . . আপনার মা !!
আপনাকে জন্ম দিয়েছেন কে? . . আপনার মা !!
আপনার সফলতা কামনা করেন কে? . . আপনার মা !!

 আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার মা আপনার সঙ্গে রয়েছেন।

মা সম্পর্কে বিশ্বের বিভিন্ন মনীষী বিভিন্ন উক্তি দিয়ে গেছেন, বিভিন্ন গুরুত্বপুর্ণৃ কথা বলেছেন।

বাস্তব জীবনে মা আমাদের প্রতি যে ত্যাগ স্বীকার করেন, তা অন্য কেউ করেন না।

এই মা যেমন আমাদের জীবনের সুখদুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমনি তাদের সুখে-দুঃখেও আমরা তার পাশে থাকবো।

হিতোপদেশ ১:৮-৯ পদ
“বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুন, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। কারণ তাহারা ‍উভয় তোমার মস্তকের সৌন্দর্যস্বরূপ, ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে”

দায়ুদের পুত্র শলোমনের প্রতি তার মায়ের উপদেশ পাঠ করুন - হিতোপদেশ ৩১:১০-৩১ পদ

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?