আমাদের কি মৃতদের জন্য প্রার্থনা করা উচিত? Should we pray for the souls of the dead?
প্রার্থনা মৃতদের জন্য নয়। কিন্তু যারা জীবনদশায় আত্মিকভাবে মৃত অবস্থায় আছেন সেই তাদের জন্য উদ্বিগ্ন হওয়া উচিত। প্রার্থনা মৃতদের কবরের কাছে নয়, সমাধি স্থলে প্রার্থনা নয়। কিন্তু জীবনদশায় আত্মিকতায় সেই মৃতদের কাছে যাওয়া উচিত। প্রার্থনা মৃত প্রাণের জন্য করা নয়। কিন্তু আত্মিকতায় যারা অসচেতন অবস্থায় আছেন, তাদের জন্য ভাবতে হয়। অনেক মণ্ডলী নভেম্বর মাসের ২ তরিখ All Souls Day অর্থাৎ পরলোকগত লোকদের স্বরণ দিবস, সমস্ত মৃতদের স্বরণ অনুষ্ঠান পালন করে থাকেন। নভেম্বরের ২ তারিখ যদি রবিবার হয় তাহলে এ পর্বটি নভেম্বরের ৩ তারিখ এ দিবসটি পালন করেন। তারা এ দিনে সমস্ত মৃত ব্যক্তিদের জন্য বিশেষ প্রার্থনা অর্পণ করেন। পোপ পঞ্চদশ বেনেডিক্ট প্রত্যেক কাথিলিক যাজককে এ দিনে তিনটি খ্রীষ্টযোগ অর্পণ করার সুযোগ দিয়েছেন। কাথলিক মণ্ডলীর বিশ্বাস যে শুচ্যগ্নিস্থ আত্মাদের জন্য বিশেষ প্রার্থনার মাধ্যমে পূর্ণ দণ্ডমোচন এই দিনে লাভ করা হয়। কাথলিক মণ্ডলীর শিক্ষানুযায়ী মৃত ব্যক্তিদের সেই অবস্থা বুঝায় যেখানে তারা ঈশ্বরের বন্ধু হয়ে তাঁরা অনুগ্রহ পেয়ে মারা গেছেন, কিন্তু ঈশ্বরকে দেখার জন্য তাদের পূর্ণ শুদ্ধির এখনো প্রয়োজন রয়েছে। এই...