মুসলিম বিয়ে করবে - ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
কোনো খ্রীষ্টিয়ান ঘরের মেয়ে যদি কোনো মুসলিম ধর্মের ছেলের সংগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, আর তাকে বিয়ে করতে মন স্থির করে থাকে, তাকে কিছু বলার আছে। প্রথমত খ্রীষ্ট বিশ্বাসী মেয়েদের একটি বিষয় তাদের জানানো প্রয়োজন । ইসলামে , মুসলিম পুরুষদের জন্য একজন খ্রীষ্টিয়ান নারিকে বিবাহের অনুমতি থাকে যদি সেই খ্রীষ্টিয়ান মেয়ে মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে মুসলিম হয় তাহলেই। তার মানে তোমাকে তোমার এতদিনের খ্রীষ্ট বিশ্বাস ত্যাগ করে মুসলিম হতে হবে। ফলে তোমার খ্রীষ্টিয় পরিবার থেকে বিতাড়িত হতে হবে। সমাজের কাছে কলঙ্কিত হতে হবে। মা বাবা আত্মীয় স্বজনদের অভিশাপ নিয়ে সংসার শুরু করতে হবে। ইসলাম ধর্মকে নতুন করে শিখতে হবে পালন করার জন্য। তোমার আরো জানার আছে যে তুমি যদি একজন মুসলিম ছেলেকে বিয়ে করো , জেনে রেখো তোমার মুসলিম স্বামীর অনুমতি আছে তোমাকে স্ত্রী হিসাবে রেখেও তার ...