খ্রীষ্ট কি আপনার প্রভু? Is Christ Your Lord?
অনুবাদ এবং মূল লেখক : বিশিষ্ট প্রচারক A. W. Pink খ্রীষ্ট আপনার ‘মুক্তিদাতা’ কি না প্রশ্ন সেটা নয়, কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্য সত্যই আপনার প্রভু? তিনি যদি আপনার প্রভু না হয়ে থাকেন, তাহলে নিশ্চিত বলা যায় যে তিনি আপনার মুক্তিদাতা নন্। যারা যীশু খ্রীষ্টকে তাদের প্রভুরূপে গ্রহণ করতে পারেনি কিন্তু তাঁকে এখনো তাদের শুধু মুক্তিদাতারূপে মনে করছেন, তারা ভুল পথে চলছেন এবং তারা বিভ্রান্ত। তারা চোখ বন্ধ করে কাদাবালির উপর পুতে থাকা খুটির উপর ভর করে আছেন। আজ অনেকেই জীবনের সঠিক লক্ষ্যে প্রতারিত হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন আর সেজন্য তারা যদি তাদের হারানো জীবনের অর্থাৎ পাপে থাকায় ঈশ্বরবিহীন জীবনের উপযুক্ত মূল্য খতিয়ে না দেখেন তাহলে অত্যন্ত আগ্রহ সহকারে এই লেখাটি পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ‘খ্রীষ্ট কি আপনার প্রভু?’ প্রশ্নটি যখন আপনাকে করা হচ্ছে, তখন জানতে চাচ্ছি না যে, “আপনি নাসরতীয় যীশুর ঈশ্বরত্বে বিশ্বাস করেন কি না?” কারণ মন্দ আত্মা পাওয়া লোকেরাও এরকম বিশ্বাস করেন (মথি ৮:২৮-২৯ পদ), আর এই বিশ্বাস সত্বেও তারা ধ্বংশ হয়ে যাচ্ছেন। খ্রীষ্টের ঈশ্বরত্বে আপনি জোড়ালোভাবে প্রমাণ দেখাতে প...