Posts

Showing posts from March 17, 2019

খ্রীষ্ট কি আপনার প্রভু? Is Christ Your Lord?

Image
অনুবাদ এবং মূল লেখক : বিশিষ্ট প্রচারক A. W. Pink খ্রীষ্ট আপনার ‘মুক্তিদাতা’ কি না প্রশ্ন সেটা নয়, কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্য সত্যই আপনার প্রভু? তিনি যদি আপনার প্রভু না হয়ে থাকেন, তাহলে নিশ্চিত বলা যায় যে তিনি আপনার মুক্তিদাতা নন্। যারা যীশু খ্রীষ্টকে তাদের প্রভুরূপে গ্রহণ করতে পারেনি কিন্তু তাঁকে এখনো তাদের শুধু মুক্তিদাতারূপে মনে করছেন, তারা ভুল পথে চলছেন এবং তারা বিভ্রান্ত। তারা চোখ বন্ধ করে কাদাবালির উপর পুতে থাকা খুটির উপর ভর করে আছেন। আজ অনেকেই জীবনের সঠিক লক্ষ্যে প্রতারিত হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন আর সেজন্য তারা যদি তাদের হারানো জীবনের অর্থাৎ পাপে থাকায় ঈশ্বরবিহীন জীবনের উপযুক্ত মূল্য খতিয়ে না দেখেন তাহলে অত্যন্ত আগ্রহ সহকারে এই লেখাটি পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ‘খ্রীষ্ট কি আপনার প্রভু?’ প্রশ্নটি যখন আপনাকে করা হচ্ছে, তখন জানতে চাচ্ছি না যে, “আপনি নাসরতীয় যীশুর ঈশ্বরত্বে বিশ্বাস করেন কি না?” কারণ মন্দ আত্মা পাওয়া লোকেরাও এরকম বিশ্বাস করেন (মথি ৮:২৮-২৯ পদ), আর এই বিশ্বাস সত্বেও তারা ধ্বংশ হয়ে যাচ্ছেন। খ্রীষ্টের ঈশ্বরত্বে আপনি জোড়ালোভাবে প্রমাণ দেখাতে প...

তোমরা পৃথিবীর লবণ, তোমরা জগতের জ্যোতি

Image
আমি পৃথিবীর এমন কোথাও বাস করতে চাই না যেখানে লবণ নেই, আলো নেই। পৃথিবীতে যদি খ্রীষ্টিয়ান না থাকতো তাহলে স্বাদবিহীন আলোবিহীন বীভৎস ও ভয়ঙ্কর একটা স্থান হতো এই পৃথিবীটা। আসুন আমরা এ বিষয়ে কিছুক্ষণ আলোচনা করি যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাটা কী আর তা আমাদেরকে অবশ্যই খুঁজে দেখতে হচ্ছে।  “তোমরা পৃথিবীর লবণ ,  . .  তোমরা জগতের দীপ্তি”   মথি ৫:১৩-১৬ পদ লবন যদি তার লবণত্ব হারায় তাহলে কীভাবে তা আর লবণময় করা যাবে? লবণত্ব হারানো লবন ব্যবহারযোগ্য থাকে না বলে ফেলে দেওয়া হয় আর মানুষেরা তা পা মাড়িয়ে যায়। আলো জ্বালিয়ে কেউ ধামা দিয়ে রাখে না, বরং উপরেই রাখে যেন তা সবাইকে আলো দিতে পারে। খ্রীষ্টিয়ানদের আলো মানুষের সামনে উজ্জ্বল হোক্ যেন জগত তাদের সৎ কাজ দেখতে পায় আর স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্ত্তন করে। পবিত্র বাইবেলের মথি ৫:১৩-১৬ পদে আমরা খ্রীষ্টিয়ানদের লবণ এবং আলোর মতো হতে দেখতে পাই। দু’টো বিষয় ‘লবণ এবং আলো’ একজন আত্মিকভাবে নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তির প্রতিনিধিত্ব করে। “তোমরা পৃথিবীর লবণ, . . তোমরা জগতের দীপ্তি”  এ কথা যীশু খ্রীষ্ট অবিশ্বাসীদেরকে বলেননি, কিন্তু ত...