Posts

Showing posts from September 17, 2017

সত্য জেনেও অস্বীকার করাটা চরম দুঃখজনক Tragedy Knew the Truth & made a choice to reject

Image
মার্ক ১০:১৭-২৭ (লূক ১৮:১৮-৩০; মথি ১৯:১৬-২৬) জীবনের জন্য সত্য জেনেও তা অস্বীকার করাটা হয় চরম দুঃখজনক। একটি যুবক যীশুর কাছে এসেও পরিত্রাণবিহীন অবস্থায় ফিরে গেলেন। ঘটনাটি মার্ক লিখিত সুসমাচার বাদেও মথি ও লূক লিখিত সুসমাচারে আছে। এই তিনটি সুসমাচার এনাকে একজন ‘ধনী’ লোক বলে ইঙ্গিত দেয়। মথিতে বলা আছে ব্যক্তিটি যুবক; লূকে বলা আছে ইনি অধ্যক্ষ (সমাজনেতা)। ইনি ধর্মশিক্ষায় পারদর্শী, স্থানীয় ধর্মশালার একজন যুব অধ্যক্ষ/নেতা ছিলেন।      ঘটনাটি যেখানে ঘটে সেখানেই এই যুবকের পরিত্রাণ পাওয়া উচিত ছিল; তার পাপের ক্ষমার কথা ছিল; অনন্ত জীবন পাওয়ার একটি চমৎকার অবস্থা ছিল, সুযোগ ছিল ঈশ্বরের সন্তান হওয়ার। তবুও তিনি ঈশ্বরের পুত্রকে কাছে পেয়েও, অত্যন্ত খারাপ অবস্থায় খ্রীষ্টকে ত্যাগ করে চলে গেলেন। কারণ তিনি সত্য জানলেন কিন্তু মেনে নিতে চাইলেন না। সত্য কথা ছিল - অসত্য ও অসারতা থেকে মন ফিরিয়ে সত্যকে অনুসরণ করা - স্বর্গে যেতে সত্য কথার বাধ্য থাকা। মার্ক ১০:১৭ পদে এই ধনী যুবকটির একান্ত ইচ্ছার কথা আমরা জানতে পারি যে - “অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব?” চিন্তা করলে মনে হয়...