মৃত্যুর পরে কোথায় ?
নিশ্চিতভাবে জানার জন্য পাঠ করুন। আপনি যতবার কোনো মৃত ব্যক্তির মুখ দেখেছেন, ততবার হয়তো শুনতে পেয়েছেন “জীবিত অবস্থায় তিনি অনেক কষ্টভোগ করেছেন তাই এই মৃত্যুই তার জন্য এখন অনেক ভালো। এখন তিনি চিরশান্তিতে আছেন, কষ্ট চিরতরে দূর হলো, আর কখনো জগতের কষ্টভোগ করতে হবে না” প্রিয় পাঠক, ঐ ব্যক্তি মৃত্যুর পরে পরলোকে চিরশান্তি ভোগ করবেন, যদি তিনি জীবিত থাকা অবস্থায় তার মন পরিবর্তন করে যীশু খ্রীষ্টকে তার প্রভু এবং মুক্তিদাতারূপে গ্রহণ করে থাকেন ও পবিত্র আত্মায় নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন তবেই তার মৃত্যুর পরে চিরশান্তির সেই স্বর্গ নিবাসী হওয়ার বিষয়টি সঠিক বিবেচনা করা যায়। সাধু পৌল যেমন খ্রীষ্টিয়ানদের বলেছেন যে, “. . . আমরা সর্বদা সাহস করিতেছি, জানি যে, যত দিন আমরা এই দেহে নিবাস করিতেছি, আমরা প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি; (কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়) আমি বলি, আমরা সাহস করিতেছি, আর দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর নিকট উপস্থিত হওয়া অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি” ২করিন্থীয় ৫:৬-৮ পদ। সেই মৃত ব্যক্তিটি যদি অনাত্মিকতায় অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্কবিহীন, পাপে লিপ্ত অবস্থায় মারা গিয়...