সেলিব্রেটির মৃত্যু !!
যখন আমরা শুনে থাকি যে কেউ মৃত্যুবরণ করেছেন, তখন আমরা অনেকেই বলে থাকি . . RIP - Rest in peace. শান্তিতে বিশ্রাম করুন আত্মার শান্তি বা মঙ্গল কামনা করি। কিন্তু প্রশ্ন হলো, তিনি যতই ধনী হয়ে থাকুক না কেন, যতই বিখ্যাত হয়ে থাকুক না কেন, আমাদের হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠে - তিনি কি প্রভু যীশু খ্রীষ্টকে তাঁর একমাত্র মুক্তিদাতা এবং প্রভু বলে গ্রহণ করেছিলেন কি? জগতে অনেককেই কোনো - না - কোনো কৃতিত্বে , যশ ও খ্যাতিতে একেবারে “ গ্রেটেস্ট / মহান ” হয়েছেন , “ শ্রেষ্ঠ ” হয়েছেন জগতের লোকদের কাছে। তারা নিজেরাও "I Am The Greatest" বলতে গর্বিত। আবার এদের মৃত্যুতেও ফলাও করে প্রচার করা হয় ‘ কিংবদন্তির মহাপ্রয়াণ ’ । এক সময় আমি নিজেও এরকম অনেক সেলিব্রেটিদের অর্থাৎ সিনেমার নায়কনায়িকা আর গায়কদের দেখে এছাড়াও অনেকের কথা শুনে তাদের ভক্ত ছিলাম , তাদের প্রশংসা করতাম , ছবি টাঙ্গিয়ে রাখতাম ঘরের দেয়ালে। এখন বুঝতে পারি তারা অনেকেই খ্রীষ্টবিশ্বাস থেকে পথভ্রষ্ট , সত্যের মর্যাদা দেননি , এমনকি প্রকাশ্যে তারা খ্রীষ্টকে অস্বীকারও করেছেন , অনেকে...