সেলিব্রেটির মৃত্যু !!
যখন আমরা শুনে থাকি যে কেউ মৃত্যুবরণ করেছেন,
তখন আমরা অনেকেই বলে থাকি . .
RIP - Rest in peace.
শান্তিতে বিশ্রাম করুন
আত্মার শান্তি বা মঙ্গল কামনা করি।
কিন্তু প্রশ্ন হলো, তিনি যতই ধনী হয়ে থাকুক না কেন, যতই বিখ্যাত হয়ে থাকুক না কেন, আমাদের হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠে - তিনি কি প্রভু যীশু খ্রীষ্টকে তাঁর একমাত্র মুক্তিদাতা এবং প্রভু বলে গ্রহণ করেছিলেন কি?
জগতে অনেককেই কোনো-না-কোনো কৃতিত্বে, যশ ও খ্যাতিতে একেবারে “গ্রেটেস্ট/মহান” হয়েছেন, “শ্রেষ্ঠ” হয়েছেন জগতের লোকদের কাছে।
তারা নিজেরাও "I Am The
Greatest" বলতে গর্বিত।
আবার এদের মৃত্যুতেও ফলাও করে প্রচার করা হয় ‘কিংবদন্তির মহাপ্রয়াণ’।
এক সময় আমি নিজেও এরকম অনেক সেলিব্রেটিদের অর্থাৎ সিনেমার নায়কনায়িকা আর গায়কদের দেখে এছাড়াও অনেকের কথা শুনে তাদের ভক্ত ছিলাম, তাদের প্রশংসা করতাম, ছবি টাঙ্গিয়ে রাখতাম ঘরের দেয়ালে।
এখন বুঝতে পারি তারা অনেকেই খ্রীষ্টবিশ্বাস থেকে পথভ্রষ্ট, সত্যের মর্যাদা দেননি, এমনকি প্রকাশ্যে তারা খ্রীষ্টকে অস্বীকারও করেছেন, অনেকে আবার জানান দিয়ে খ্রীষ্টকে পরিত্যাগও করেছেন।
সেলিব্রেটি জন লেননের তো গানের কলিতেই ছিল যীশু জারজ সন্তান বলে। এসব দাম্বিক সেলিব্রেটিরা খ্রীষ্ট বিশ্বাসের দেখে বিরক্ত হতো, খ্রীষ্টিয়াদের সহ্য করতে পারেনি তারা।
বন্ধুগণ আমি আজ কথা বলছি শুধু জগতের সেলিব্রেটিটদের দিয়ে যাদেরকে আমি আমার হৃদয়ে রেখেছিলাম এককালে, কিন্তু প্রশ্ন হলো এখন ঐসব সেলিব্রেটিরা কোথায়?
তাদের মৃত্যুতেই খ্রীষ্টিয় বিশ্বাসীদের ঈশ্বরের বিচারে হাজির হচ্ছেন যা কিনা বাইবেলে ইব্রীয় ৯:২৭ পদে বলে যে তাদের মৃত্যুতে বিচারে দাড়াতে হলো।
তাদের সমস্ত ব্যঙ্গ কথার, সমস্ত কাজের, সমস্ত চিন্তায় যা এযাৎ বলেছে, করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, এমনকি খ্রীষ্টের প্রতি বিশ্বাস পরিত্যাগ করেছেন, তারা এখন বিচারে দণ্ডায়মান . . . প্রকাশিত বাক্য ২০:১১ পদে উল্লেখ আছে “পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপর বসিয়া আছেন, তাঁহাকে দেখিতে পাইলাম” . . . এবং প্রকাশিত বাক্য ২০:১২ পদে উল্লেখ আছে “আর আমি দেখিলাম, ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে; পরে কয়েকখানি পুস্তক খোলা হইল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন-পুস্তক খোলা হইল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল।” . . . প্রকাশিত বাক্য ২০:১৪ পদে আরো বলা আছে “পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল; তাহাই অর্থাৎ সেই অগ্নিহ্রদ, দ্বিতীয় মৃত্যু।”
প্রকাশিত বাক্য ২০:১৫ পদে “আর জীবন-পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল।”
ওনারা যদি মন না ফিরিয়ে থাকেন তো আমি সত্যিকারে তাদের জন্য খুবই দুঃখিত . . . যোহন ৮:২৪ পদে “এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে; কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে।”
“কিন্তু যাহারা . . . অবিশ্বাসী . . . এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ . . . অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে” প্রকাশিত ২১:৮ পদ।
আমি জানি না কোনো সাহসী ও নির্ভিক কোনো প্রচারক তাদের ঐ খ্রীষ্টবিহীন মৃত্যুর সেই ভয়ঙ্কর দিনের আগে তাদের কাছে গিয়েছিলেন কি-না সত্যের বাণী জানানোর জন্য, সতর্ক করার জন্য।
যতই আপনি তাদের RIP (Rest-in-peace) বলেন না কেন . . তাদের এই অন্তিম Rest আর কখনই peacefull হয় না।
Comments