Posts

Showing posts from April 14, 2019

“খ্রীষ্ট আমাদের জন্য মরিলেন” তা সাধারণভাবে জাননেই সব শেষ হয়ে যায় না।

Image
প্রিয় বন্ধু, পেছনে ফিরে জগতে প্রভুর শেষ মুহূর্তের সেই মুহূর্তটি স্মরণ করুন, যে মুহূর্তে সিংহাসনের মুকুট খ্রীষ্টের মাথায় শোভা পাচ্ছিল আর তখনি তাঁর মাথায় কাঁটার মুকুট সজোরে চেপে দেওয়া হয়েছে। ভিড় করা কেমন নিষ্ঠুর মানুষ সেই নিখুঁত নিষ্পাপ ঈশ্বরের পুত্রকে উপহাস বিদ্রুপ করে চলছে আর তিনি “আমাদের জন্য” নিশ্চুপ রইলেন। লক্ষ্য করুন ভিড় করা নিষ্ঠুর মানুষেরা তাঁর মুখের উপর মুষ্ঠাঘাত করছে, ঘুষি মারছে তাঁর মুখের হাড়ের উপর। লক্ষ্য করুন বারবার চাবুক পড়ছে প্রভু যীশুর দেহে যতক্ষণ না তাঁকে আঘাতে মলিন ক্ষতবিক্ষত মানুষের মতো বিকৃতরূপে দেখা যায়। তাঁর পিঠে চাবুক দিয়ে কর্ষণ করা হয়েছে, মাথায় কাঁটার মুকুট ও বুকে বর্শা বিঁধিয়ে রক্ত ঝরানো হয়েছে, তাতে তাঁর দেহ বিধ্বস্ত। এছাড়াও ক্ষুধা ও পিপাসায় তিনি অতিশয় ক্লিষ্ট। ঐ ক্ষতবিক্ষত দেহটাকে তিনি আর টানতে পারছেন না। সেখানে ভিড় করা ক্রুদ্ধ লোকেরা তাঁর প্রতি অবিশ্বাস, বিদ্রুপ, ঠাট্টায় চিৎকার করে বলছে উহাকে ক্রুশে দাও! উহাকে ক্রুশে দাও! (লূক ২৩:২১ এবং ২৩ পদ)। লক্ষ্য করুন ঠিক কীরকম ভাবে তাঁর মুখের মাংসসহ রক্তে ভেজা সমস্ত দাড়ি টেনে উপড়ে ফেলা হয়েছে। পরক্ষণে রোমান সৈনেরা যীশুকে ত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রুশে নির্যাতনে মৃত্যুর একটি চিত্র

ক্রুশ একটি লম্বা আর একটি ছোট কাষ্ঠখণ্ড দিয়ে খাড়া ও আড়াআড়িভাবে জোড়া দিয়ে এটি তৈরি করা হতো। প্রাচীনকালে বিশেষতঃ রোমীয়রা - গুরুতর অপরাধীদের মৃত্যুদণ্ড প্রদান করতে দুই হাতের পাতায় ও দুই পায়ের পাতার উপর প্রেক দিয়ে ঐ ক্রুশের সঙ্গে বিদ্ধ করে মাটিতে খাড়া করে পুতে দিত। শাস্তিস্বরূপ এই যন্ত্রণা ছিল ভয়ঙ্কর, গুরুতর, আর ছিল অপরাধীর বেঁচে থাকার আকুল আকাঙ্ক্ষা । বাইবেল বলে যাকে ক্রুশে ঝোলান হয় সে অভিশাপগ্রস্ত আর প্রভু যীশু খ্রীষ্ট পাপীদের স্থলে অভিশপ্ত হয়েছেন (দ্বিতীয় বিবরণ ২১:২৩ পদ; গালাতীয় ৩:১৩ পদ)। ডাঃ ট্রুম্যান ডেভিস্ একজন চিকিৎসক তার দৃষ্টিকোন থেকে ক্রুশেহত মৃত্যুর বিষয় একটি বর্ণনা দিয়েছেন : “ক্রুশটি মাটিতে রাখা হয় আর অপরাধের সেই ক্লান্ত ব্যক্তিটিকে তার কাঁধের পিছন থাকা শক্তিশালী কাষ্ঠের দিকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সৈন্যবাহিনীরা তার হাতের কব্জির সম্মুখভাগ নিচু করতে ধরে রাখে। তারা একটি ভারী, চতুর্ধার, পেটা লোহার প্রেক দিয়ে কব্জির মধ্যে দিয়ে কাষ্ঠের সঙ্গে গভীরভাবে ঢুকিয়ে বিধে দেয়। সঙ্গে সঙ্গে অন্য হাতেও একই রকমভাবে কাজটি করে। তারা খেয়াল রাখে যেন হাত দুটি খুব একটা আঁটসাঁট অর্থাৎ টানটান না