Posts

Showing posts from May 29, 2022

এই হলেন আমার রাজা

Image
“এই হলেন আমার রাজা” Dr. S.M Lockridge এর  যীশু খ্রীষ্ট সম্পর্কে চমৎকার বর্ণনা। অনুবাদ : নথনিয়েল হাজরা আমার রাজা, রাজা হয়েই জন্মেছেন।  বাইবেল বলে . .  তিনি সপ্ত দিক থেকে রাজা। তিনি-ই যিহূদীদের রাজা - জাতীগতভাবে তিনি রাজা। তিনি-ই ইস্রায়েলের রাজা - জাতীয়ভাবে তিনি রাজা। তিনি ধার্মিকতার রাজা। তিনি যুগ যুগান্তের রাজা। তিনি স্বর্গের রাজা। তিনি গৌরবান্বিত রাজা। তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু।  এই হলেন . . আমার রাজা। বেশ, আমি অবাক হবো . . যদি আপনি তাঁকে চিনে থাকেন? আপনি কি তাঁকে চেনেন? আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি কী আমার রাজাকে চেনেন?  দায়ুদ বলেছেন “আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে”।   আমার রাজা একজনই যাঁর সীমাহীন ভালোবাসার পরিমাপের কোনো উপায় নেই যে ব্যাখ্যা করা যায়। দূরবীন দিয়ে তাঁর যোগান, তাঁর সম্ভার কুলের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত দেখা যায় না। কোনো বাধায় তাঁর অঝোরে ঝরিত আশির্বাদ বিঘ্নিত হয় না।  তিনি অক্ষয় বলবান। তিনি সম্পূর্ণ সৎ ও আন্তরিক। তিনি চিরন্তন, অবিরাম ও আদি-অন্তহীন একই। তিনি অবিনশ্বর, নিত্য, শাশ্বত্ব, অনন্ত ও মাধুর্যময়। তিন