Posts

Showing posts from May 4, 2025

“মরিবার যোগ্য”

“মরিবার যোগ্য” আজ থেকে দুহাজার বছরেরও আগে মানুষ চিৎকার করে বলতে থাকল . . “মৃত্যুই এর উপযুক্ত শাস্তি” বাইবেলে লেখা আছে যে , . . যদি কোনো লোক মৃত্যুর শাস্তি পাবার মতো কোনো দোষ করে থাকে , তাকে হত্যা করে গাছে টাংগিয়ে রাখা হয়। রাত থেকে সকাল পর্যন্ত তার লাশ গাছে টাংগিয়ে রাখা চলবে না। সেই দিনেই তাকে কবর দিতে হবে , এটাই আদেশ। যাকে এভাবে গাছে টাংগিয়ে হত্যা করা হয় , . . সেই লোকটি ঈশ্বরের অভিশপ্ত। সম্রাট তাদের বললেন, তাহলে যাকে মসিহ্ বলে সেই যীশুকে নিয়ে আমি কি করব? তাদের চিৎকার . . “ উহাকে ক্রুশে দেও , উহাকে ক্রুশে দাও ”   সম্রাট আবাবো বললেন, “কেন, সে কি দোষ করেছে?   এতে তারা আরও বেশী চিৎকার . . ওকে ক্রুশের দেওয়া হোক। ভাববাদি যিশাইয় আগেই বলেছেন, তিনি কোনো অনিষ্ট করেননি কিংবা তাঁর মুখে কোনো ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সংগে তাকে কবর দেওযা হলো। প্রেরিতশিষ্য পিতর বলেছেন, কোনো পাপ যীশু করেননি, তাঁর মুখে কোনো ছলনার কথা ছিল না, লোকেরা তাঁকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেননি, কষ্টভোগের সময় প্রতিশোধ নেবার ...