Posts

Showing posts from May 26, 2019

পরিত্রাণ সম্পর্কে রোমীয় পুস্তক থেকে কিছু আলোচনা।

পরিত্রাণ সম্পর্কে রোমীয় পুস্তক থেকে কিছু আলোচনা। বাইবেল আমাদেরকে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পাপ থেকে উদ্ধারের কথা বলে। পরিত্রাণ সুসমাচারকে উল্লেখ করে। নতুন নিয়মে রোমীয় পুস্তকে সুন্দরভাবে গুছিয়ে পরিত্রাণের শিক্ষা তুলে ধরেছে। পরিত্রাণের প্রয়োজনে, প্রথমত: বুঝতে হবে যে ঈশ্বর পবিত্র এবং তিনি পাপের শাস্তি দেন। রোমীয় ১:১৮ পদ, “কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে।” দ্বীতিয়ত: বুঝতে হবে যে মানুষ পাপে ডুবে আছে আর ঈশ্বরের ব্যবস্থা পালন ব্যর্থ। রোমীয় ১:১৯ পদ, “কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে প্রকাশিত আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন।” রোমীয় ৩:১৮ পদ, “ঈশ্বর-ভয় তাহাদের চক্ষুর অগোচর।” তৃতীয়ত: বুঝতে হবে যে মানুষেরা এভাবে এ অবস্থায় থাকায় তারা কোনো ভাবেই কোনো অবস্থাতেই ঈশ্বরের সমর্থন পাচ্ছে না, কোনো সুবিধা পাচ্ছে না ঈশ্বরের থেকে। রোমীয় ৩:১৯-২০ পদ, “আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে; যেন প্রত্যেক মুখ