Posts

Showing posts from February 23, 2020

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

উপবাস সংক্রান্ত সতর্কবাণীসমূহ উপবাসের গুরুত্ব কখন উপবাস করা কর্তব্য? উপবাস কেন গুরুত্বপূর্ণ বাইবেল অনুযায়ী উপবাস পালনের সময় কতক্ষণ? বাইবেল অনুযায়ী উপবাস কী যদি উপবাস করি তাতে কি কিছু হয়? আধুনিক বাইবেল অনুবাদগুলো উপবাস শিক্ষার উপর আঘাত করে। পরিত্রাণের জন্য উপবাস নয় “যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল; একজন ফরীশী, আর একজন করগ্রাহী। ফরীশী দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সকল লোকের মত উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মত, কিংবা ঐ করগ্রাহীর মত নহি; আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয়; কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে...